#নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের জামিন। ১০৬ দিন পরে জামিন পেলেন চিদম্বরম। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মিলল। জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে কেন আগে জামিন দেওয়া হয়নি, তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা শশী থারুর। অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। মন্তব্য কংগ্রেস
চিদম্বরমের ছেলে ট্যুইটে জানিয়েছেন, আজ জামিন পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আগামিকালই ইধিবেশনে অংশ নিতে সংসদে যাবেন কংগ্রেস সাংসদ। প্রায় ১০৬ দিন পর মুক্তি পেয়েছেন ৷
আইএনএক্স মিডিয়া মামলায় প্রায় ৩০৫ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে ২০১৭ সালের মে মাসে এফআইআর দায়ের করেছিল সিবিআই । যদিও চিদম্বরমের গ্রেফতারের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার আখ্যা দিয়েছেন কংগ্রেস ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bail, INX Media Case, P Chidambaram, Supreme Court