#নয়াদিল্লি: সুখবরটা এসেছিল গতকাল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিজ্ঞানীরা জানিয়েছিলেন অক্সফোর্ডের ভ্যাকসিনটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। এবার এই অক্সফোর্ড ভ্যকসিনের ভারতীয় সঙ্গে গাঁটছড়া বাঁধা সংস্থার সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানানো হল, দিনকয়েকের মধ্যেই ভারতীয়দের মধ্য এই ভ্যকসিনের ট্রায়াল শুরু হবে। শুধু অপেক্ষা সরকারি অনুমোদনের।
সোমবারই ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিনের সাফল্যের খবর। জানা গিয়েছে AZD1222 প্রথম দফার ক্লিনিকাল ট্রায়ালে অ্যান্টিবডি ও রোগপ্রতিরোধকারী টি সেলের জন্ম দিচ্ছে। পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। যেটুকু পার্শ্বপ্রতিক্রিয়া তা প্যারাসিটেমল সেবনে ঠিকও হয়ে যাচ্ছে।
সোমবার অক্সফোর্ড ভ্যাকসিনের সাফল্যের খবরটি আসার পরেই সিরাম ইন্সটিটিউটের শীর্ষকর্তা আদর পুনাওয়ালা বলেন, "এই ভ্যকসিনের সাফল্যে আমরা আপ্লুত। আমরা ভারতীয় নিয়ামক সংস্থার কাছে আবেদন করব এখানেও ট্রায়াল শুরু করার জন্য। সবুজ সংকেত এলেই আমরা ট্রায়াল শুরু করব। শুধু তাই নয়, এখানে খুব শিগগির এই ভ্যাকসিন উৎপাদনও শুরু হবে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Oxford vaccine