দেশ থেকে বিদেশে, দুর্গা যাচ্ছে মধ্যপ্রাচ্যে

Last Updated:

আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলিতে তো ছিলই । এখন দুর্গা যাচ্ছে মধ্যপ্রাচ্যেও । প্রতিবছরই এই সংখ্যাটা বাড়ছে ।

#কলকাতা : আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলিতে তো ছিলই । এখন দুর্গা যাচ্ছে মধ্যপ্রাচ্যেও । প্রতিবছরই এই সংখ্যাটা বাড়ছে । স্বভাবতই উচ্ছ্বসিত কুমোরটুলি । তবে দুর্গার বিদেশযাত্রায় কিছুটা হলেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে জিএসটি।
দশজন বাঙালি এক জায়গায় হলেই দুর্গাপুজো করে ফেলেন । আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার অনাবাসী বাঙালিরা তা আগেই প্রমাণ করে দিয়েছেন । কিন্তু মুসলিম প্রধান দেশগুলিতে উত্তরোত্তর দুর্গাপুজো বাড়ছে। অন্তত কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমার পাড়ি জমানোর পরিসংখ্যানই তা জানান দিচ্ছে। কাঠামো পুজো শুরুর অনেক আগে থেকেই বিদেশে প্রতিমা পাঠানোর কাজ শুরু হয়ে যায় । কুমোরটুলি থেকে যত প্রতিমা বিদেশে পাড়ি দেয় তার ষাট থেকে সত্তর শতাংই যায় আমেরিকা এবং ব্রিটেনে । বাকিটা যায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই সহ সুইডেন, সুইজারল্যান্ডেও। ফি বছর এই সংখ্যা বাড়ছে বলেই জানাচ্ছেন প্রতিমা শিল্পীরা।
advertisement
তবে প্রতিমার বিদেশ পাড়িতে নতুন চাপ জিএসটি । আগামীদিনে জিএসটি-র কাঁটা বিরূপ প্রভাব ফেলবে না তো ? এ নিয়ে কিছুটা চিন্তিত প্রতিমা শিল্পীরা।
advertisement
কুমোরটুলি থেকে এবছর বিদেশ পাড়ি দিয়েছে একশোর কাছাকাছি প্রতিমা। শিল্পীদের আশা, চাহিদা বাড়ছে, সেই জোরেই আগামী বছরেই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বাংলা খবর/ খবর/দেশ/
দেশ থেকে বিদেশে, দুর্গা যাচ্ছে মধ্যপ্রাচ্যে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement