জলের উপর দাঁড়িয়ে মহালক্ষ্মী এক্সপ্রেস, ৫ ঘণ্টা পর উদ্ধার সব যাত্রী
Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে ৬০০-র বেশি যাত্রী উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সেনা৷ প্রবল বৃষ্টিতে উদ্ধারকাজে বেশ অসুবিধা হচ্ছে৷
#থানে: বদলাপুরে প্লাবিত এলাকায় আটকে থাকা মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় সব যাত্রীকেই উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা ও বায়ুসেনা৷ হেলিকপ্টারে করে যাত্রীদের উদ্ধার করে বায়ুসেনা৷ উদ্ধার কাজ চালায় নৌসেনাও৷
Shri AK Gupta @GM_CRly coordinated with Chief Secretary, Municipal Commissioner, Thane District Collector, RRC-NDRF Mumbai & Talegaon, DMR-Mumbai and NERC & NDMA-Delhi have been informed about the #MahalaxmiExpress passengers rescue.
— Central Railway (@Central_Railway) July 27, 2019
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে যাত্রীদের উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সেনা৷ প্রবল বৃষ্টিতে উদ্ধারকাজে বেশ অসুবিধা হচ্ছে৷
advertisement
advertisement
Maharashtra CM Devendra Fadnavis instructs the Chief Secretary to personally monitor rescue operations at Wangani where people are stranded in Mahalaxmi Express. 4 teams of NDRF have reached & they are evacuating passengers with the help of 8 boats. pic.twitter.com/2Cu4pusQwP — ANI (@ANI) July 27, 2019
advertisement
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যাত্রীদের আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দেন৷ তিনি জানিয়েছেন, রেল পুলিশ-সহ সব বাহিনীই উদ্ধারকাজ চালাচ্ছে৷ মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে, তাঁদের বদলাপুরে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে৷
Central Railway, Chief Public Relations Officer on #MahalaxmiExpress rescue operation: Evacuated passengers being lodged at safe places from where they will be moved to Badlapur. #Maharashtra pic.twitter.com/Henh9TkmAf — ANI (@ANI) July 27, 2019
advertisement
যাত্রীদের উদ্ধারে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ রেল ট্র্যাকের ২ ফিট উপর দিয়ে বইছে উলহাস নদী৷ আগামী ২ দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷
রেল সূত্রের খবর, রাত ৩টে থেকে আটকে রয়েছে ট্রেনটি৷ বদলাপুর ও ভাঙ্গানির মাঝে৷ ওই জায়গা থেকে মুম্বই আরও ১০০ কিলোমিটার দূরে৷ যাত্রীদের উদ্ধার করতে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি নৌকা৷ উদ্ধারকাজে হাত লাগায় নৌসেনাও৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2019 3:18 PM IST