#নয়াদিল্লি: গরিব এবং দুর্বলদের ওপর বলশালীদের অত্যাচারের প্রথা প্রাচীন যুগ থেকে শুরু করে আজকের সময়েও প্রাসঙ্গিক। বর্তমানে দেশে জোরপূর্বক অন্যের জমি দখলের (Encroachment in Defence land) খবর প্রায়ই শোনা যায়। গরিবের থেকে জমি ছিনিয়ে নেওয়া তো আছেই। এমনকী জমি দখলকারীদের সাহস এতটাই বেড়ে গিয়েছে যে, তারা ভারতীয় সেনার বিশাল পরিমাণ জমিও (Defence land) দখল করে নিয়েছে।
তবে মাত্র ১০০ একর বা ২০০ একর জমি নয়, সেনার প্রায় ৯,৫০৫ একর জমিতে (Encroachment in Defence land) ভাগ বসিয়েছে এই দুর্নীতিগ্রস্তরা। কেন্দ্রীয় সরকারের সুরক্ষা মন্ত্রালয় খোদ একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে। দেশের বিভিন্ন রাজ্যে সেনার জমিতে বেআইনি দখলের পরিসংখ্যান দেওয়া হয়েছে এই রিপোর্টে।
কোন কোন রাজ্যে সব চেয়ে বেশি দখল হয়েছে?
সুরক্ষা মন্ত্রালয়ের প্রকাশ করা এই রিপোর্টে জানানো হয়েছে যে, দেশের ৩০টি রাজ্যে ভারতীয় সেনার (Encroachment in Defence land) মোট ৯৫০৫ একর জমিতে বেআইনি হস্তক্ষেপ করা হয়েছে। মজার বিষয় হল, মাত্র তিনটি রাজ্যে এই ৯৫০৫ একরের প্রায় অর্ধেক জমি দখল করা হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে সেনার মোট ৪৫৭২ একর জমি বেআইনি ভাবে দখল করা হয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে ১৯২৭ একর, মধ্যপ্রদেশে ১৬৬০ একর এবং মহারাষ্ট্রে ৯৮৫ একর জমি দখল করা হয়েছে।আরও পড়ুন: মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি, দিনভর বিতর্কের পর দাবি কেন্দ্রের
এক বার জমি দখল করার পরে ভূমি মাফিয়াদের কাছ থেকে সহজে তা ফেরত পাওয়া যায় না (Encroachment in Defence land)। গত ৫ বছরে ভারত সরকার মাত্র ৪৩৫ একর জমি ফিরিয়ে নিতে সফল হয়েছে। সাধারণত প্রোমোটার, বিল্ডার বা স্থানীয় শক্তিশালী ব্যক্তিরা সেনার জমি দখল করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, এতে ভারতীয় সেনার কর্মচারী বা আধিকারিকদের হাত থাকে।
কোন রাজ্যে কত একর জমি দখল করা হয়েছে?
রাজ্য | একর |
উত্তরপ্রদেশ | ১৯২৭.০৬৭১ |
মধ্যপ্রদেশ | ১৬৬০.০২২২ |
মহারাষ্ট্র | ৯৮৫.১২৯২ |
পশ্চিমবঙ্গ | ৫৫৯.৫৫৫ |
হরিয়ানা | ৫০৪.৪৬৯১ |
বিহার | ৪৭৭.০৭১৭ |
রাজস্থান | ৪৭৬.৪৫২৩ |
অসম | ৪৬০.৫৩৯৭ |
নাগাল্যান্ড | ৩৫৭.৫৩ |
জম্মু ও কাশ্মীর | ৩৩৯.৭৮৩৯ |
ঝাড়খণ্ড | ৩০৪.৯১২ |
গুজরাত | ২৭৪.৭৯৭১ |
পাঞ্জাব | ২৩৯.৪৮২৩ |
ছত্তীসগড় | ১৬৫.৭৬৮ |
দিল্লি | ১৪৭.৪৫১ |
কর্নাটক | ১৩১.৭৯২৩ |
অন্ধ্রপ্রদেশ | ১০৭.৪১২৫ |
তামিলনাড়ু | ৯২.৮১৮৬ |
অরুণাচল প্রদেশ | ৮৭.৮১৪১ |
তেলঙ্গানা | ৬০.৪৩১৮ |
উত্তরাখণ্ড | ৫১.৭২৩২ |
হিমাচল প্রদেশ | ৪২.৭৬১৮ |
আন্দামান নিকোবর | ২৩.৯৮ |
মেঘালয় | ১১.০৮৫৫ |
মণিপুর | ৬.১৩০৮ |
গোয়া | ৫.১১৬৬ |
কেরল | ২.৬৭৩৯ |
ত্রিপুরা | ১ |
সিকিম | ০.২৯০৩ |
লাক্ষাদ্বীপ | ০.০৮ |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Encroachment, Encroachment in Defence land, Land encroachment