নগদহীন লেনদেনে ৮ লক্ষ মানুষ জিতলেন ১৩৩ কোটি টাকা

Last Updated:

ডিমনিটাইজেশনের পর ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘লাকি গ্রাহক যোজনা’-এর কথা ঘোষণা করেছিল নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত ৷

#নয়াদিল্লি: ক্যাশলেস লেনদেনে উৎসাহ বাড়াতে গ্রাহকদের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার ৷ ডিমনিটাইজেশনের পর ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘লাকি গ্রাহক যোজনা’-এর কথা ঘোষণা করেছিল নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত ৷ এই প্রতিযোগিতায় ৫০ দিনে প্রায় ৮ লক্ষ মানুষকে পুরল্কার দেওয়া হয়েছে ৷ প্রায় ১৩৩ কোটি টাকা জিতেছেন ৮ লক্ষ মানুষ ৷
নীতি আয়োগ ট্যুইটে জানিয়েছে, ‘ #DigiDhanMelas ৫০ দিন হয়ে গিয়েছে ৷ এর মধ্যে ৮ লক্ষ মানুষ ১৩৩ কোটি টাকা তারা ইতিমধ্যেই জিতে নিয়েছেন ৷ এখনও আরও ৫০ দিন বাকি রয়েছে ৷’
ডিসেম্বর ২৫ তারিখ সরকার দুটি প্রকল্প-‘লাকি গ্রাহক যোজনা’ ও ‘ডিজি-ধন ব্যাপার যোজনা’ চালু করেছিল সরকার ৷ এপ্রিম মাসের ১৪ তারিখ পর্যন্ত চালু থাকবে এই দুটি যোজনা ৷
advertisement
advertisement
ক্যাশের বদলে ডিজিট্যালি পেমেন্ট করে কেনাকাটা করবেন যে সব গ্রাহকেরা, তাদের মধ্যে থেকে প্রতি দিন লাকি ড্রয়ে একজন গ্রাহককে বেছে নিয়ে পুরস্কৃত করবে কেন্দ্রীয় সরকার ৷ প্রতিদিন ৫০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে কেনাকাটা করলেই মিলবে এই সুযোগ ৷ প্রতিদিন ১০০০ টাকার পুরস্কার ছাড়াও সপ্তাহ শেষে থাকবে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ ৷ সবচেয়ে বেশি অনলাইন লেনদেনকারীকে দেওয়া হবে পুরস্কার ৷ এতেই শেষ নয় তিন বা ছয় মাস অন্তর দেওয়া হবে বাম্পার পুরস্কার ৷ নোট বাতিলের পর এমনটাই জানানো হয় ঘোষণার পর ৷
advertisement
‘লাকি গ্রাহক যোজনা’ অনুসারে ১০০ দিনে ১৫ হাজার জনকে পুরস্কৃত করবে সরকার ৷ প্রতিদিন ১৫ হাজার গ্রাহক পাবেন ক্যাশব্যাক ৷ ২ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা ৷ ২৫ ডিসেম্বর হবে প্রথম লাকি ড্র ৷ ২৫ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রকল্প ৷ এর জন্য বরাদ্দ ৩৪০ কোটি টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নগদহীন লেনদেনে ৮ লক্ষ মানুষ জিতলেন ১৩৩ কোটি টাকা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement