Haridwar bus accident: হরিদ্বারে বড় দুর্ঘটনা! সেতু থেকে ছিটকে নীচে পড়ল বাস, আহত বহু যাত্রী
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Uttarakhand Bus Accident: বড় দুর্ঘটনা ঘটল উত্তারখণ্ডের হরিদ্বারে। সেতু থেকে ছিটকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস।
হরিদ্বার: বড় দুর্ঘটনা ঘটল উত্তারখণ্ডের হরিদ্বারে। সেতু থেকে ছিটকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে আহত হয়েছেন ২৪ জনের বেশি যাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে হরিদ্বারের হরকীপৌড়ীতে।
জানা গিয়েছে বাসটি সেই সময় দেহরাদূন যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে যায় বাসটি। পরে উল্টানো অবস্থায় বাসটি নীচের একটি পিলারে আটকে যায়। ঘটনার আকস্মিকতায় ভীত যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বাস থেকে বেরোতে শুরু করেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মোরাদাবাদ ডিপোর বাস। ঘটনার জেরে ২৪ জন আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই চার জনের মধ্যে একজন মহিলাকে পাঠানো হয়েছে ঋষিকেশের এমসে, তাঁর মেরুদণ্ডের আঘাত বেশ গুরুতর।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, বাসটি দীনদয়াল পার্কিং এরিয়ার এসে পড়ায় সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়েছে সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে উত্তর প্রদেশ পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 11:20 PM IST

