দেশে মেয়েদের নিরাপত্তা নেই, গরু বাঁচাতেই ব্যস্ত বিজেপি, দাবি উদ্ধব ঠাকরের

Last Updated:

অনাস্থা প্রস্তাব আলোচনায় আস্থা ভোটাভুটি থেকে বিরত থেকেছে শিবসেনা ৷ একইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে একা লড়াইয়ের ডাক দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷

#নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাব আলোচনায় আস্থা ভোটাভুটি থেকে বিরত থেকেছে শিবসেনা ৷ একইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে একা লড়াইয়ের ডাক দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ যার জেরে দু’পক্ষের সম্পর্ক দিনকে দিন জটিল হচ্ছে ৷ এহেন পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ বলেন, দেশে মহিলাদের নিরাপত্তা শিকেয় উঠেছে ৷ কিন্তু গরুদের রক্ষা করতে তৎপর বিজেপি ৷
উদ্ধব ঠাকরের এহেন মন্তব্যে ফের তোলপাড় জাতীয় রাজনীতি ৷ তাঁর কথায়,
‘বিজেপি যে হিন্দুত্ববাদের আদর্শে বিশ্বাসী ৷ তার সঙ্গে বিস্তর ফারাক শিবসেনার ৷ গত তিন চার বছর ধরেই আমি এই উগ্র হিন্দুত্ববাদী আদর্শের চরম বিরোধীতা করে এসেছি ৷ আমাদের দেশে মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ কিন্তু সেই নিয়ে দেশের শাসকদলের কোনও মাথাব্যাথা নেই ৷ দেশের গরু বাঁচাতেই তৎপর বিজেপি ৷ কিন্তু এভাবে কারোওর খাবার পছন্দের উপর হস্তক্ষেপ করা যায়না ৷ সেটা হয়তো তারা জানেন না ৷’
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঠাকরে জানিয়েছেন, অতীতে বিজেপির প্রতি তাঁদের সম্পূর্ণ সমর্থন থাকলেও এবার তাঁরা সরাসরি বিজেপির বিরোধিতা করবেন । শুক্রবারেই শিবসেনার ১৮ জনক সাংসদ অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করেনি ও তারপর থেকেই বিজেপি-শিবসেনা জোট যে ভাঙনের পথে ৷ তা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে মেয়েদের নিরাপত্তা নেই, গরু বাঁচাতেই ব্যস্ত বিজেপি, দাবি উদ্ধব ঠাকরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement