Opposition meet in Bengaluru: থাকবেন সনিয়া-মমতা-রাহুল, আজ থেকে বেঙ্গালুরুতে ফের বৈঠকে বিরোধীরা! এবার আরও বেশি দল

Last Updated:
পটনার পর আজ বেঙ্গালুরুতে বৈঠকে বিরোধী শিবির৷
পটনার পর আজ বেঙ্গালুরুতে বৈঠকে বিরোধী শিবির৷
বেঙ্গালুরু: লক্ষ্য আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপি-কে পর্যুদস্ত করতে একজোট হওয়া৷ সেই লক্ষ্যেই আজ ফের একবার বেঙ্গালুরুতে বহু প্রতীক্ষিত বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি৷ পটনার পর এবার কংগ্রেস শাসিত কর্ণাটকে বৈঠকের আয়োজন করা হয়েছে৷ এবারের বৈঠক দু দিন ধরে চলবে৷ যদিও এই বৈঠকের আগে প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত নিজেদের মধ্যে যাবতীয় মতবিরোধ এবং রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে ঐক্যমতে পৌঁছতে পারবে এতগুলি বিরোধী দল?
এবারের বৈঠকের মূল উদ্যোক্ত কংগ্রেস৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছোট বড় সব বিরোঝী দলগুলিকে এই বৈঠকে উপস্থিত থাকার আবেদন করেছেন৷ বড় দলগুলির পাশাপাশি বিজেপি বিরোধী আঞ্চলিক ছোট দলগুলিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে৷ যাতে বিজেপি বিরোধী সব ভোটকে এক জায়গায় আনা যায়৷ যদিও সেই কাজটাই সবথেকে কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা খবর, অন্তত চব্বিশটি দলের নেতারা এই বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে উপস্থিত থাকবেন৷ এর আগে গত ২৩ জুন পটনায় ১৫টি বিরোধী দল নিজেদের মধ্যে আলোচনা করেছিল৷ সেই বৈঠকের পর কংগ্রেস-আপের মতপার্থক্য সামনে এলেও বাকি দলগুলি বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে লড়ার বিষয়ে নীতিগত ভাবে সহমত হওয়ার কথা ঘোষণা করেছিল৷
advertisement
জানা গিয়েছে, আজ প্রথমে নৈশভোজে মিলিত হবেন বিরোধী দলের নেতারা৷ সেখানে প্রথমে নিজেদের মধ্যে একপ্রস্ত আলোচনা করতে পারেন বিরোধী নেতারা৷ যদিও এই নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকার সম্ভাবনা বেশি বলেই সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর৷ মঙ্গলবারই বিজেপি বিরোধী জোটের অঙ্ক এবং কৌশল কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিরোধী শিবিরের নেতারা৷
advertisement
প্রাথমিক ভাবে এই বৈঠকে আম আদমি পার্টির উপস্থিতি নিয়ে সংশয় ছিল৷ যদিও বেঙ্গালুরুর বৈঠকের আগে দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতার কথা জানিয়েছে কংগ্রেস৷ এর পরেই বেঙ্গালুরুর বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷
কংগ্রেস সূত্রে খবর, বেঙ্গালুরুর বৈঠকে রাহুল গান্ধির পাশাপাশি উপস্থিত থাকতে পারেন সনিয়া গান্ধিও৷ পটনার বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না৷ এর পাশাপাশি শিবসেনার (ইউবিটি) প্রধান উদ্ভব ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত বৈঠকে উপস্থিত থাকবেন৷ তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও বৈঠকে উপস্থিত থাকবেন৷
advertisement
এ ছাড়াও পটনার বৈঠকে উপস্থিত ছিল না, এমন আটটি নতুন দলের প্রতিনিধিরা বেঙ্গালুরুর বৈঠকে উপস্থিত থাকবেন বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর৷ তার মধ্যে রয়েছে এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, কেরল কংগ্রেস (জোসেফ) এবং কেরল কংগ্রেস (মণি)৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Opposition meet in Bengaluru: থাকবেন সনিয়া-মমতা-রাহুল, আজ থেকে বেঙ্গালুরুতে ফের বৈঠকে বিরোধীরা! এবার আরও বেশি দল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement