ইচ্ছাকৃতভাবে সেনার মনোবল ভাঙা হচ্ছে, পাটনার জনসভায় বিরোধী জোটের বিরুদ্ধে বিস্ফোরক মোদি
Last Updated:
#পাটনা: পাটনার জনসভায় বিরোধী পক্ষকে একহাত নিলেন নরেন্দ্র মোদি। সম্প্রতি নয়াদিল্লিতে ২১টি বিজেপি বিরোধী দলের জোট বৈঠকে সাম্প্রতিক বালাকোট জঙ্গিঘাঁটিতে বায়ুসেনার হানা নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ করা হয় । পাশাপাশি এই এয়ার স্ট্রাইকের প্রমাণও কী-এমনও প্রশ্ন তোলা হয়েছিল । এই প্রসঙ্গেই বিরোধীদের শত্রু বলে আক্রমণ করেছেন মোদি ।
দেশের জাতীয় সুরক্ষার স্বার্থে এটা একজোট হওয়ার সময় কিন্তু না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জওয়ানদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা । বিরোধীদের এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে শত্রু দেশেরই সুবিধা হয়, মন্তব্য মোদির।
PM Modi in Patna: Now they have even started asking for proof of the #AirStrike. Why are Congress and its allies demoralizing our forces? Why are they giving statements which are benefiting our enemies? pic.twitter.com/zN41nQA4A0
— ANI (@ANI) March 3, 2019
advertisement
advertisement
পাশাপাশি এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া নিয়ে মোদির সরাসরি উত্তর-সীমান্তের দু’দিকেই জঙ্গিহানা চলছে ও দক্ষতার সঙ্গে জঙ্গিদমন করছে ভারতীয় সেনা, অথচ দেশের ভিতরেই সেনাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা যা সেনাদের মনোবল ভেঙে দিতে পারে। সেনাদের সঙ্গে শত্রুপক্ষের মত আচরণ করা হচ্ছে, পাটনার জনসভায় বিস্ফোরক নরেন্দ্র মোদি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2019 5:44 PM IST