Operation Sindoor: পাকিস্তানের কোমর ভাঙতে কেন রাফালই বেছে নিয়েছিল ভারত! দেশে আসছে আরও ২৬টি রাফাল...

Last Updated:

Operation Sindoor: ভারতীয় সেনা 'অপারেশন সিন্দুর'-এ ফ্রান্স থেকে কেনা রাফাল বিমান ব্যবহার করেছে। এই রাফালের সাহায্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। এই যুদ্ধ বিমানের অতিদ্রুত গতি ও স্ক্যাল্প মিসাইলকে নির্ভুল টার্গেটে ছোঁড়ার ক্ষমতা রাফালকে বানিয়েছে ভয়ঙ্কর অস্ত্র…

পাকিস্তানের কোমর ভাঙতে কেন রাফালই বেছে নিয়েছিল ভারত! দেশে আসছে আরও ২৬টি রাফাল...
পাকিস্তানের কোমর ভাঙতে কেন রাফালই বেছে নিয়েছিল ভারত! দেশে আসছে আরও ২৬টি রাফাল...
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গি হামলার পর ভারত কড়া জবাব দেয়। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিন্দুর’। পহেলগাম হামলার মাত্র ১৫ দিনের মধ্যে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এর ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এই ঘাঁটি থেকেই জঙ্গি হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন হচ্ছিল। সেনাবাহিনী ও বায়ুসেনার যৌথ এই অভিযানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়।
এই অপারেশনে ব্যবহৃত হয় ফ্রান্স থেকে কেনা রাফাল যুদ্ধবিমান। সেখান থেকেই ছোড়া হয় স্ক্যাল্প মিসাইল। রাফাল শত্রুর ঘরে ঢুকে হামলা চালিয়ে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে।
advertisement
স্টর্ম শ্যাডো বা স্ক্যাল্প হল একটি ক্রুজ মিসাইল যা শুধু যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়, আর এর জন্য রাফালই সবচেয়ে উপযুক্ত। স্ক্যাল্প মিসাইল তৈরি করেছে ইউরোপিয়ান ডিফেন্স কোম্পানি MBDA। ভারতের ৩৬টি রাফাল জেটেই স্ক্যাল্প মিসাইল যুক্ত আছে।
advertisement
ভারতীয় বায়ুসেনার সব রাফালেই স্ক্যাল্প মিসাইল লাগানো আছে। রাফালের শব্দের চেয়েও বেশি গতি আর স্ক্যাল্পের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এই জুটিকে করে তোলে অতিমারাত্মক। এই জুটি অপারেশন সিন্দুরে বড় ভূমিকা নিয়েছে। ১৩০০ কেজি ওজনের স্ক্যাল্প মিসাইলে প্রায় ৪০০ কেজি বিস্ফোরক থাকে।
advertisement
রাফাল হল একটি ফ্রেঞ্চ যুদ্ধবিমান যা তৈরি করেছে Dassault Aviation। এটি দ্বি-ইঞ্জিন বিশিষ্ট, মাঝারি ও মাল্টিরোল ফাইটার জেট, যাকে বলা হয় ‘ওমনিরোল’—অর্থাৎ একাধিক রকম যুদ্ধ ভূমিকা পালনে সক্ষম। এটি এয়ার-টু-এয়ার, এয়ার-টু-গ্রাউন্ড ও সমুদ্রপৃষ্ঠে হামলা চালাতে পারে। ছোট আকারের পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম। রাফাল সর্বোচ্চ ২৪,৫০০ কেজি ওজন নিয়ে উড়তে পারে এবং ৯,৫০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩৮৯ কিমি ও একটানা ৩৭০০ কিমি উড়তে পারে।
advertisement
ভারত ৬৩,০০০ কোটি টাকায় ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে ২২টি একক আসনের ও ৪টি দ্বৈত আসনের বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি এই ডিলকে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়বে এবং হিন্দ মহাসাগরে চীনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: পাকিস্তানের কোমর ভাঙতে কেন রাফালই বেছে নিয়েছিল ভারত! দেশে আসছে আরও ২৬টি রাফাল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement