প্রতিদ্বন্দ্বী ৩,৫০০-এরও বেশি, কিন্তু জয়ী মাত্র ৯ জন

পশ্চিমবঙ্গের পাশাপাশি সম্প্রতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তামিলনাড়ু, কেরল, অসমে ও কেন্দ্র শাসিত পুদুচেরিতে ৷ চলতি মাসের ১৯ তারিখ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে ৷ তবে এবারে নির্বাচনে নির্দল প্রার্থীদের জন্য খুব একটা ভালো কাটেনি ৷ সমীক্ষা অনুযায়ী, পাঁচ রাজ্যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ৩,৫০০ বেশি নির্দল প্রার্থী ৷ কিন্তু তাদের মধ্যে জয়ী হয়েছে মাত্র ৯ জন ৷ কেরলে জিতেছেন ৬ জন ৷ পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি থেকে জয়ী হয়েছে মাত্র একজন ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের পাশাপাশি সম্প্রতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তামিলনাড়ু, কেরল, অসমে ও কেন্দ্র শাসিত পুদুচেরিতে ৷ চলতি মাসের ১৯ তারিখ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে ৷ তবে এবারে নির্বাচন নির্দল প্রার্থীদের জন্য খুব একটা ভালো কাটেনি ৷ সমীক্ষা অনুযায়ী, পাঁচ রাজ্যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ৩,৫০০ বেশি নির্দল প্রার্থী ৷ কিন্তু তাদের মধ্যে জয়ী হয়েছে মাত্র ৯ জন ৷ কেরলে জিতেছেন ৬ জন ৷ পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি থেকে জয়ী হয়েছে মাত্র একজন ৷

    পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নির্দল প্রার্থী দাঁড়িয়েছিল তামিলনাড়ু থেকে ৷ কিন্তু সেখান থেকে একজনও জিততে সফল হননি ৷মোট ৩,৫২৬ নির্দল প্রার্থী এবারের ভোটে দাঁড়িয়েছিল পাঁচ রাজ্য থেকে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, কেরল থেকে ৭৮২, অসম থেকে ৭১১, পশ্চিমবঙ্গ থেকে ৩৭১ এবং পুদুচেরি থেকে ৯৬ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন ৷পশ্চিমবঙ্গে এপ্রিলের ৪ তারিখ থেকে মে মাসের ১৬ তারিখ পর্যন্ত ভোটগ্রহণ হয়েছিল ছ’দফায় ৷ পশ্চিমবঙ্গে ২৯৪টি, তামিলনাড়ুতে ২৩২ টি , কেরলে ১৪০টি, অসমে ১২৬টি  ও পুদুচেরিতে ৩০ টি আসনে ভোটগ্রহণ হয় ৷চার রাজ্যে মোট ৮,৮৭৩ প্রার্থী  প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন ৷ এর মধ্যে তামিলনাড়ুতে ভোটপ্রার্থী ছিলেন সবচেয়ে বেশি ৷ তামিলনাড়ুতে ভোটে দাঁড়িয়েছিলেন ৩,৭৭৬ প্রর্থী, পশ্চিমবঙ্গে ১,৯৬১, অসমে ১,৫৮১, কেরলে ১,২০৩ ও পুদুচেরিতে ৩৪৪ জন ৷
    পাঁচ রাজ্যে মোট মহিলা প্রার্থী ছিলেন ৭৬১ ৷ তামিলনাড়ুতে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৩২০, পশ্চিমবঙ্গে ২০০, অসমে ১১১, কেরলে ১০৯ এবং পুদুচেরিতে ২১ জন ৷পশ্চিমবঙ্গে  নির্দল প্রার্থীরা পেয়েছেন ২.২ শতাংশ ভোট ৷ তামিলনাড়ুতে ১.৪%, কেরলে ৫.৩%, ৷২০১১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে জিতেছিলেন দু’জন নির্দল প্রার্থী, অসমে, কেরল ও পুদুচেরিতে জয়ী হয়েছিল একজন করে নির্দল প্রার্থী  ৷ সেই বছরও তামিলনাড়ু থেকে কোনও নির্দল প্রার্থী জয়ী হয়নি ৷
    First published:

    Tags: Assembly Election 2016, Battle For The States, Bengali News, ETV News Bangla, Independent Candidates, নির্দল প্রার্থী