অনলাইনে ডেটিং আজকাল খুবই প্রচলিত। কিন্তু দুই নাবালক ভালবাসার সব সীমা অতিক্রম করেছে। ঝাড়খণ্ডের গোড্ডার এক নাবালকের সঙ্গে ফ্রি ফায়ার নামক একটি মোবাইল গেম খেলতে গিয়ে আলাপ হয় পশ্চিমবঙ্গের এক নাবালিকার। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। কিছুদিনের আলাপেই মেয়েটি ছেলেটির প্রেমে এতটাই পাগল হয়ে পড়ে যে সে তার বাবা-মাকে না জানিয়ে ছেলেটির সঙ্গে দেখা করতে গোড্ডায় চলে যায়।
কিন্তু বাবা-মায়ের ভয়ে ছেলেটি তার বান্ধবীকে নিজের বাড়িতে না নিয়ে তার দাদু-দিদার বাড়িতে নিয়ে যায়। সে দিদাকে জানায় যে মেয়েটি তার বন্ধু দেখা করতে এসেছে। অপরদিকে, মেয়েটির পরিবার তাকে ফোনে না পাওয়ায় পশ্চিমবঙ্গের একটি থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। পুলিশের তদন্তে মেয়েটির মোবাইল ফোনের লোকেশন গোড্ডার খবর পাওয়া যায়।
পরবর্তীকালে, পশ্চিমবঙ্গ পুলিশ গোড্ডা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনার বিবরণ দেয়। এর পরে, গোড্ডা মহকুমা আধিকারিক এবং এসপি-র নির্দেশে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিশু সুরক্ষা আধিকারিক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং মুফতি থানা ইনচার্জ-সহ একাধিক অফিসারকে নির্দেশ দেওয়া হয়। মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। নাবালকের বাবার সঙ্গে কথা বলে কাউন্সেলিং-এর ব্যবস্থা করা হয়।
জিজ্ঞাসাবাদের সময়, মেয়েটি জানায় যে মোবাইল ফোনে গেম খেলার সময় ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব হয়। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। শুধুমাত্র ছেলেটির সঙ্গে দেখা করার জন্য তিনি পশ্চিমবঙ্গ থেকে গোড্ডায় যান। কাউন্সেলিং করার পর, মেয়েটি বাড়িতে ফিরে যেতে রাজি হন। ম্যাজিস্ট্রেট তাকে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেন। দুজন নাবালক জড়িত থাকার কারণে জেলা প্রশাসনের অফিসাররা কোনও বক্তব্য থেকে বিরত থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gaming apps, Minor Girl, Mobile, Online