Online Game: গেম খেলতে গিয়ে ভারতীয় যুবকের প্রেমে পাগল পাকিস্তানি তরুণী, পরে যা কাণ্ড হল
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Online Game: যুবতীর বাড়ি পাকিস্তানে। অন্যদিকে যুবক থাকে ভারতে। শেষে সীমান্ত থেকে লুকিয়ে ভারতে প্রবেশ করে যুবতী।
বেঙ্গালুরু: বন্ধুত্ব শুরু অনলাইনে লুডো গেম খেলতে গিয়ে। সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় প্রেমের। কিন্তু এই প্রেম বাকি ৫টা সম্পর্কের মতো মোটেও সহজ ছিল না। কারণ, যুবতীর বাড়ি পাকিস্তানে। অন্যদিকে যুবক থাকে ভারতে। শেষে সীমান্ত থেকে লুকিয়ে ভারতে প্রবেশ করে যুবতী।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স ২৬। বেঙ্গালুরুতে একটি সংস্থার নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করত। অনলাইনে লুডো গেম খেলার বড় নেশা ছিল। সেই লুডো গেম খেলতে গিয়ে পাকিস্তানের এক যুবতীর সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই প্রেমের শুরু। প্রেমিকের কাছে যেতে ভারতে চলেও আসতে রাজি ছিল ওই যুবতী।
advertisement
শেষে ওই যুবতী প্রেমিকের কথা মেনে নেপালে যায়। সেখান থেকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারপরে বেঙ্গালুরুতে যায়। ওই যুবককে বিয়ে করে এখানে থাকতেও শুরু করে দেয় সে। কিন্তু গোপন সূত্রে সেই খবর চলে যায় ও পুলিশের কাছে। পুলিশ পরে ওই যুগলকে আটক করে।
advertisement
জানা গিয়েছে, ওই যুবতীর বয়স ১৯। তার বিরুদ্ধে অবৈধ ভাবে থাকা এবং জাল কাগজপত্র দেখানোর অভিযোগ আনা হয়েছে। ওই যুবতীকে আপাতত ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে। যুবককে এখনও আটক করে রেখেছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২০২২ সালে ওই যুবতী ভারতে প্রবেশ করে। তখন থেকেই অবৈধ ভাবে এতোদিন এদেশে থাকছিল সে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 9:02 AM IST