বালাকোটের প্রথম বর্ষপূতিতে মিগ-21 ওড়াবেন বায়ুসেনা প্রধান
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কাশ্মীরে যাচ্ছেন বায়ুসেনা প্রধান আরকে ভাদোরিয়া। বর্ষপূতিতে মিগ-21 ওড়াবেন বায়ুসেনা প্রধান।
#নয়াদিল্লি: বালাকোটের প্রথম বর্ষপূর্তি। আজ বালাকোট এয়ার স্ট্রাইকের বর্ষপূর্তি। কাশ্মীরে যাচ্ছেন বায়ুসেনা প্রধান আরকে ভাদোরিয়া। বর্ষপূতিতে মিগ-21 ওড়াবেন বায়ুসেনা প্রধান।
বালাকোটের এক বছরে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বিপুল বদল ঘটেছে। এর আগে কোনও দেশ ভাবতেও পারেনি, যে এভাবেও পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা যায়। মন্তব্য অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান, বি এস ধানোয়ার।
২৬ ফেব্রুয়ারি ২০১৯, সীমান্ত পেরিয়ে বালাকোটে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা।বালাকোট এয়ারস্ট্রাইক৷ হেন ভারতবাসী নেই, যিনি এই এয়ারস্ট্রাইকটি সম্পর্কে অবহিত নন৷ গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে এসেছিল ভারতের যুদ্ধবিমান৷ পুলওয়ামা হামলার জবাব দিয়েছিল ভারত৷ এই মিশনের জন্য বেশ কয়েক দিন ধরে ট্রেনিং করেছিল ভারতীয় বায়ুসেনা৷ সিক্রেট মিশন৷ তাই ঘূণাক্ষরেও কেউ টের পায়নি৷
advertisement
advertisement
২৬ ফেব্রুয়ারি রাত দুটো থেকে ভোর ৪টে পর্যন্ত একের পর এক ভারতীয় যুদ্ধবিমান এয়ারস্ট্রাইকের জন্য রওনা দেয়৷ টার্গেট ছিল, বালাকোটে জইশ ই মহম্মদের জঙ্গি ঘাঁটি৷ এই স্ট্রাইকের কিছু দিন আগে থেকেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছি বলে জানালেন পাইলট৷ বায়ুসেনার ৩টি মিরাজ ২০০০ বিমান নিয়ে লাগাতার প্র্যাক্টিস করা হয় এয়ারস্ট্রাইকের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2020 9:51 AM IST