২৪৪ জনের মধ্যে গরহাজির ৯৫, সাংসদদের ফাঁকিবাজিতে ক্ষুব্ধ নাইডু

Last Updated:

কমবেশি চব্বিশটি সংসদীয় কমিটিতে রাজ্যসভা এবং লোকসভা থেকে ২৪৪ জন সাংসদ রয়েছেন৷ নিয়মিত পর্যালোচনা বৈঠকে বসেন সংসদীয় কমিটির সদস্যরা৷

#নয়াদিল্লি: সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে৷ কিন্তু সেই কমিটির কোনও বৈঠকেই হাজির থাকছেন না এক তৃতীয়াংশ সাংসদ৷ সোমবার রাজ্যসভায় এই তথ্য নিজেই জানালেন উপ রাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ তাঁর পেশ করা তথ্য অনুযায়ী, বিভিন্ন বিষয়ে স্ট্যান্ডিং কমিটি-র সদস্য হিসেবে মোট ২৪৪ জন সাংসদ জায়গা পেয়েছেন৷ কিন্তু তাঁদের মধ্য ৯৫জনই সংসদীয় বিষয়ক কমিটির কোনও বৈঠকে হাজির হননি৷
কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন খাতে সরকার যে অর্থ বরাদ্দ করে, তার পর্যালোচনা করতেই সম্প্রতি বৈঠকে বসেন সংসদীয় কমিটির সদস্যরা৷ কমবেশি চব্বিশটি সংসদীয় কমিটিতে রাজ্যসভা এবং লোকসভা থেকে ২৪৪ জন সাংসদ রয়েছেন৷ নিয়মিত পর্যালোচনা বৈঠকে বসেন সংসদীয় কমিটির সদস্যরা৷ বাজেটের আগে সব মন্ত্রক থেকেই অর্থ বরাদ্দের জন্য দাবি পেশ করা হয়৷ সেই দাবি বাজেটে কতখানি পূরণ হলো, সংসদীয় কমিটির সদস্যরা বাজেট পেশ হয়ে যাওয়ার পরের তিন সপ্তাহের বিরতিতে তা খতিয়ে দেখেন৷ এ বছরও বাজেট পেশের পর একাধিক বৈঠক করেছেন বিভিন্ন সংসদীয় কমিটির সদস্যরা৷ গত বছরও এই বৈঠকগুলিতে ২৮ জন সাংসদ এই বৈঠকগুলিতে অনুপস্থিত ছিলেন৷ এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৯৫৷
advertisement
বাজেট পর্যালোচনার জন্য এ দিন রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পরই বিষয়টি নিয়ে সরব হন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ হতাশার সুরে তিনি বলেন, 'রাজ্যসভার ৭৮ জন সাংসদের মধ্যে ২৩ জনই কোনও বৈঠকে উপস্থিত ছিলেন না৷ আবার লোকসভার ১৬৬ জন সাংসদের মধ্য ৭৮ জনই এই বৈঠকগুলিতে হাজির ছিলেন না৷
advertisement
নাইডু জানান, ১৯৯৩ সালে সংসদীয় কমিটি তৈরির রেওয়াজ শুরু হয়েছিল৷ সংসদের আরও স্বচ্ছতা এবং বিশ্বূাসযোগ্যতা আনতেই এই ব্যবস্থা চালু করা হয়েছিল৷ ফলে, ভবিষ্যতে যাতে সবদলের সাংসদরাই নিয়মিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকেন, তা নিশ্চিত করার জন্য আবেদন জানান রাজ্যসভার চেয়ারম্যান৷ সংসদীয় কমিটির সদস্য এক তৃতীয়াংশ সাংসদের অনুপস্থিতিতে যে তিনি একেবারেই খুশি নন, তা বুঝিয়ে দিয়েছেন নাইডু৷ তথ্য তুলে ধরে তিনি জানান, বাজেট পেশ হওয়ার পর তিন সপ্তাহে রাজ্যসভা বিষয়ক মোট কু়ড়িটি বৈঠক করেছে বিভিন্ন মন্ত্রকের সংসদীয় কমিটি৷ কিন্তু সেই বৈঠকগুলিতে সাংসদদের উপস্থিতির হার ছিল মাত্র ৪৩.৩৫ শতাংশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২৪৪ জনের মধ্যে গরহাজির ৯৫, সাংসদদের ফাঁকিবাজিতে ক্ষুব্ধ নাইডু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement