#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১ জঙ্গি। সোমবার ভোরে সোপিয়ান জেলার মোলু-চিত্রগ্রাম অঞ্চলে একটি তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।
সেনার গুলিতে নিহত হয় ১ জঙ্গি। গ্রামে একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। গুলির লড়াই এখনও চলছে।
এর আগে ৩১ মে সোপিয়ান জেলায় এনকাউন্টারে খতম হয়েছিল ২ জন জঙ্গি ৷ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছিল ৷
#Visuals Jammu & Kashmir: One terrorist killed in exchange of fire between security forces and terrorists in Molu-Chitragam area of Shopian district. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/SY6t65TowP
— ANI (@ANI) June 3, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Encounter, Shopian, Terrorist Killed