One nation one election: কোন বছর থেকে একসঙ্গে লোকসভা-বিধানসভার ভোট চায় মোদি সরকার? জানুন এক দেশ, এক ভোটের খুঁটিনাটি

Last Updated:

এক দেশ, এক ভোট ব্যবস্থা চালু হলে একটিই ভোটার লিস্ট তৈরি করা হবে৷ তারই ভিত্তিতে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় স্তরের নির্বাচনে ভোট দেবেন ভোটাররা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: বুধবরাই এক দেশ, এক ভোটের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এর পর বিল আকারে এই প্রস্তাব সংসদে পেশ করা হবে৷ কিন্তু কীভাবে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার?
এক দেশ, এক ভোটের পরিকল্পনা কার্যকর করতে এবার একটি কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার৷ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি যে সুপারিশগুলি করেছে, সেগুলিকেই কার্যকর করার দায়িত্ব থাকবে এই কমিটির উপরে৷
advertisement
advertisement
রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী, এক দেশ, এক ভোটের নীতি কার্যকর হলে দু ভাগে ভোট হবে৷ প্রথম দফায় একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা নির্বাচন হবে৷ তার একশো দিনের মধ্যে স্থানীয় স্তরে পুরসভা, পঞ্চায়েতের মতো ভোটগুলি করানোর কথা বলা হয়েছে৷
সুপারিশে আর কী কী রয়েছে?
এক দেশ, এক ভোট ব্যবস্থা চালু হলে একটিই ভোটার লিস্ট তৈরি করা হবে৷ তারই ভিত্তিতে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় স্তরের নির্বাচনে ভোট দেবেন ভোটাররা৷
advertisement
এক দেশ, এক ভোট ব্যবস্থা চালু করতে গোটা দেশ থেকেই মতামত নেবে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, বহু দলই এক দেশ, এক ভোটের ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে৷ তবে এ বিষয়ে সরকার সবদলের ঐক্যমতের ভিত্তিতেই এ বিষয়ে এগোতে চায়৷ এ বিষয়ে দেশজুড়ে বিভিন্ন স্তরে আলোচনা করা হবে৷
কোবিন্দ কমিটির সুপারিশে বলা হয়েছে, সংসদ শুরু হওয়ার পর একটি দিন নির্দিষ্ট করে এক দেশ, এক ভোট ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়া শুরু করতে হবে৷ ওই দিনের পর বিধানসভা নির্বাচনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে যে সরকারই গঠন হোক না কেন, তাদের মেয়াদ হবে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত৷
advertisement
এর ফলে ২০২৪ থেকে ২০২৮ সালের মধ্যে যে রাজ্য সরকারগুলিই তৈরি হবে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সেই সরকারের মেয়াদ থাকবে৷ কারণ প্রস্তাব অনুযায়ী, ২০২৯ সালে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করানো হবে৷
এর অর্থ, ২০২৫ সালে কোনও রাজ্যের সরকার গঠন হলে তারা চার বছরই ক্ষমতায় থাকতে পারবে৷ যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার পূর্ণ মেয়াদই শেষ করতে পারবে৷ কারণ পরবর্তী লোকসভা নির্বাচন ২০২৯ সালেই৷
advertisement
সংবিধানে কী কী বদল?
কোবিন্দ কমিটির সুপারিশ অনুযায়ী, এক দেশ, এক ভোট ব্যবস্থা চালু করতে গেলে সংবিধানের ১৮টি সংশোধনী প্রয়োজন৷ সংবিধান সংশোধন করে দুটি নতুন আইনও আনতে হবে৷
লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আইনি সংশোধনের ক্ষমতা সংসদের হাতে থাকলেও পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের মতো স্থানীয় স্তরের ভোটগুলির ব্যবস্থায় আইনি সংশোধন করতে হবে রাজ্য বিধানসভাগুলিকে৷
advertisement
লোকসভা এবং রাজ্যসভায় এক দেশ, এক ভোট সংক্রান্ত বিল পাস এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলেই চূড়ান্ত অনুমোদন দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
পাশাপাশি এক দেশ, এক ভোট ব্যবস্থা নিয়ে নিজেদের মত জানাবে আইন কমিশনও৷ সূত্রের খবর, আইন কমিশনও ২০২৯ সাল থেকেই এক দেশ, এক ভোট ব্যবস্থা চালুর পক্ষে৷ ত্রিশঙ্কু বিধানসভা হলে ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনের প্রস্তাবও দিতে পারে তারা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
One nation one election: কোন বছর থেকে একসঙ্গে লোকসভা-বিধানসভার ভোট চায় মোদি সরকার? জানুন এক দেশ, এক ভোটের খুঁটিনাটি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement