One Nation One Election: 'এক দেশ, এক নির্বাচন'কে কত মানুষ সমর্থন করেন? কমিটির রিপোর্টে চমকে উঠবেন

Last Updated:

One Nation One Election: একযোগে ভোট করার ধারণাকে সমর্থন দিলেন ৮০ শতাংশেরও বেশি মানুষ, জানাল ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটি।

চাঞ্চল্যকর তথ্য
চাঞ্চল্যকর তথ্য
নয়াদিল্লি: ‘এক দেশ এক ভোট’ বা ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর বিষয়ে উচ্চপর্যায়ের কমিটিতে জমা পড়েছে ২১৫৫৮ জন মানুষের প্রতিক্রিয়া। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ বা ১৭৩৪২ জন মানুষ ভারতে একযোগে ভোট করার ধারণাকে সমর্থন করেছেন। তবে ৪২১৬ জন এই ধারণার বিরোধিতা করেছেন।
মূলত ইমেল, ওয়েবসাইট এবং পোস্টের মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া জমা পড়েছে। একযোগে ভোট করার অর্থ হল, একই সময়ে লোকসভা, বিধানসভা, নগর ও গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির ভোট নির্বাহ করা। বর্তমানে মেয়াদ শেষ হলে তবেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিশাল বড় রিপোর্ট জনসমক্ষে এনেছে ওই কমিটি। যেখানে একযোগে ভোট নির্বাহ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
ওই রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন চ্যানেের মাধ্যমে গত ৫ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে জনসাধারণের কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল।
ওয়েবসাইটে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫২৩২ জনের প্রক্রিয়া জমা পড়ে। এর মধ্যে ৩৮৩৭ জন বা ৭৩ শতাংশ মানুষ এই ধারণাকে সমর্থন করেন। সেখানে ১৩৯৫ জন এর বিরোধিতা করেছিলেন। যা এক দেশ এক ভোটের জন্য যথেষ্ট সঙ্কেত দিচ্ছে।
advertisement
এই প্রস্তাবের ক্ষেত্রে ১৫৪টি পোস্টাল প্রতিক্রিয়া জমা পড়েছে কমিটির কাছে। এর মধ্যে ১০৯ জন এই ধারণাকে সমর্থন করেছেন এবং ৪৫ জন এর বিরোধিতা করেন। যা সক্রিয় সম্পৃক্ততা এবং বিভিন্ন গণতান্ত্রিক মতামত প্রতিফলিত করে।
ওই রিপোর্টে বলা হয়েছে যে, “রাজনৈতিক দলগুলি, অবসরপ্রাপ্ত বিচারক, প্রাক্তন নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনার এবং বিশিষ্ট সংস্থাগুলি-সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে কমিটির তরফে গভীর আলাপ-আলোচনা করা হয়েছিল। ভারতে একযোগে নির্বাচন সম্পন্ন করার সম্ভাব্যতা এবং প্রভাব সম্পর্কে দৃষ্টিভঙ্গি সংগ্রহ করার জন্যই মূলত এটা করা হয়েছিল।”
advertisement
ওই রিপোর্টে আরও যোগ করা হয়েছে যে, “এই আলাপ-আলোচনার উদ্দেশ্য ছিল, এই প্রস্তাবিত নির্বাচনী সংস্কারের সঙ্গে যুক্ত সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সুবিধাগুলির একটি ব্যাপক বোঝাপড়া নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ আর বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ অন্তর্ভুক্ত করা।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
One Nation One Election: 'এক দেশ, এক নির্বাচন'কে কত মানুষ সমর্থন করেন? কমিটির রিপোর্টে চমকে উঠবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement