• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ONCE WE ACHIEVE A DECISIVE VICTORY AGAINST COVID 19 WE WILL ENJOY THE SAMOSAS TOGETHER UB

‘‌করোনা কমলে একসঙ্গে সিঙাড়া খাবো’‌, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে লিখলেন মোদি

এই ট্য়ুইটের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘‌আমরা ভারত মহাসাগর দিয়ে যুক্ত আর ভারতীয় সিঙাড়া দিয়ে ঐক্যবদ্ধ।

এই ট্য়ুইটের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘‌আমরা ভারত মহাসাগর দিয়ে যুক্ত আর ভারতীয় সিঙাড়া দিয়ে ঐক্যবদ্ধ।

 • Share this:

  #‌নয়াদিল্লি:‌ রবিবারে মধ্যাহ্নভোজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী খাচ্ছেন সিঙাড়া আর চাটনি। আর সেই ভারতীয় খাবারের ছবিই তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর সেই আলোচনার আগেই ভারতীয় স্বাদ ভাগ করে তিনি বললেন, ‘‌আরও ভাল লাগত, যদি ওঁদের সঙ্গে ভাগ করে খেতে পারতাম।’‌

  এই ট্য়ুইটের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘‌আমরা ভারত মহাসাগর দিয়ে যুক্ত আর ভারতীয় সিঙাড়া দিয়ে ঐক্যবদ্ধ। দেখে দারু‌ণ লাগছে.‌.‌.‌একবার করোনার বিরুদ্ধে জয় পেয়ে গেলে তারপর আমরা একসঙ্গে সিঙাড়া খাবো। আগামী ৪ জুন আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।’‌

  কথা আছে, আগামী ৪ জুন করোনা মোকাবিলার নানা স্ট্র‌্যাটেজি ও বাণিজ্যিক বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে, আলোচনায় দু’‌দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা হবে। এবছর জানুয়ারি মাসেই ভারতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। কিন্তু সেই সময়ে তিনি আসেননি। তারপর করোনা ভাইরাস সংক্রমণের কারণে বৈঠক আর হয়ে ওঠেনি। সেই আলোচনাই এবার হবে ৪ জুন।

  Published by:Uddalak Bhattacharya
  First published: