নোরার নিতম্বে টেরেন্সের হাত! নিজের অবস্থান স্পষ্ট করে টেরেন্স জানালেন, মহিলাদের তিনি খুবই সম্মান করেন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন টেরেন্স৷ বিশিষ্ট কোরিওগ্রাফার হিসেবে নিজের পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে৷
#মুম্বই: একটি ভাইরাল ভিডিও৷ যা নিয়ে খুবই চাঞ্চল্য তৈরি হয়৷ সেখানে দেখা যায় যে, সাকি গার্ল নোরা ফাতেহির (Nora Fatehi)পিছনে দাঁড়িয়ে ডান্স মাস্টার টেরেন্স লুইস(Terence Lewis)৷ এবং তিনি নোরার নিতম্বে আচমকা থাপ্পড় মারছেন৷ এই ভিডিও দেখে শোরগোল পড়ে যায়৷ মুহূর্তে ভিডিওটিও ভাইরাল হয়৷ তবে এটি একেবারে ভুল একটি ভিডিও বলে জানান টেরেন্স৷ তাঁর দিকে আঙুল উঠতেই এর আগেও তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট লিখেছিলেন৷ যাতে কমেন্ট করেন নোরা৷ এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের মতামত জানান তিনি৷
দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন টেরেন্স৷ বিশিষ্ট কোরিওগ্রাফার হিসেবে নিজের পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে৷ ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে সকলেই চেনেন তাঁকে৷ নাচের সূত্রে অনেক মহিলার সঙ্গে তাঁকে দেখাও গিয়েছে৷ কিন্তু কখনই এমন অভব্য অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠেনি৷ সেই নিয়েই মুখ খোলেন লুইস৷ তিনি বলেন যে, অভিনেত্রী নোরার প্রতি তাঁর গভীর সম্মান রয়েছে৷ তাঁর অভিযোগ যে ভিডিওটি আসলে বিকৃত বা মরফ করা হয়েছে৷ তার প্রমাণ স্বরূপ তিনি বলেন যে, যদিও ঘটনাটি সত্যিই হয়, তাহলে নোরা কেন সঙ্গ সঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি? ?
advertisement
#NoraFatehi Ass slapped by #TerranceLewis
— Nandini Idnani (@idnani_nandini) September 26, 2020
What a nonsense never thought expected from him#SonyTv #BollywoodCleanup pic.twitter.com/iyECt1mI74
advertisement
ডান্স মাস্টারের আরও বক্তব্য, জীবনে তিনি প্রচুর মহিলার সান্নিধ্যে এসেছেন এবং সকলের থেকেই তিনি সম্মান ও ভালবাসা পেয়েছেন৷ কোনও দিনও এমন 'নোংরামো' করার কথা ভাবেননিও তিনি৷ টেরেন্সের সাফ কথা, 'এসব ৪৫ বয়সে এসে একেবারেই মানায় না!'
advertisement
ইতিমধ্যেই এই রিয়ালিটি শো থেকে বিদায় নিয়েছেন নোরা৷ করোনা জয়ী হয়ে ফিরে এসেছেন মালাইকা৷ তাঁর পরিবর্তেই শোয়ে আসেন নোরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2020 12:25 PM IST