গৃহহীনদের জায়গা নেই, ইনদওর শহরের বাইরে ফেলে দিচ্ছে পুরকর্মীরা! ভাইরাল ভিডিও

Last Updated:

ইনদওরের পুরকর্মীদের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, শহরের গৃহহীন মানুষদের সঙ্গে পশুর মতো ব্যবহার করছে পুরসভার কর্মীরা ।

#ইনদওর: ঝাঁ চকচকে মুখোশটার মধ্যে এমন ঘৃণ্য মুখটা যে লুকোনো রয়েছে, তা কে আর ভেবেছিল । দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশের ইনদওর । গত তিন বছর ধরে কেন্দ্রের কাছ থেকে এই পুরস্কারটি বগলদাবা করে আসছে এই শহর । উপরের সেই পরিস্কার খোলসটা সরে যেতেই বেরিয়ে পড়ল ভিতরের অন্ধকার জায়গাটা ।
ইনদওরের পুরকর্মীদের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, শহরের গৃহহীন মানুষদের সঙ্গে পশুর মতো ব্যবহার করছে পুরসভার কর্মীরা । তাঁদের গাদা করে ট্রাকে তুলে শহরের বাইরে গিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে । অথর্ব, অক্ষম বৃদ্ধবৃদ্ধাদের সঙ্গে নির্বিচারে চলছে এই আচরণ । কখনও টেনে নামানো হচ্ছে তাঁদের । কখনও ছুড়ে ফেলা হচ্ছে তাঁদের জিনিসপত্র ।
advertisement
শহরের বাইরে কোনও একটি হাইওয়ের ধারে ঘটনাটি ঘটছে বলে ওই ভিডিও দেখে মনে হচ্ছে । ভাবলেশহীন মুখে পুরকর্মীরা এই কাজ করে চলেছেন । ভিডিওতে দেখা যায়, অমানবিক এই ঘটনার প্রতিবাদ করছেন স্থানীয় কিছু মানুষজন । ভিডিওটি মারাত্মকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । এরপরেই নড়েচড়ে বসেছেন ইনদওর প্রশাসন । চাপের মুখে ওই গৃহহীন মানুষদের ফিরিয়ে আনতেও বাধ্য হয়েছে তাঁরা ।
advertisement
advertisement
advertisement
ইনদওর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার অভয় রাজনগাঁওকর অবশ্য দাবি করেছেন, শহরের বাইরে ফেলে আসার মতো কোনও ঘটনা ঘটেনি । গৃহহীনদের নাইট শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় দুই রাজনৈতিক দলের চাপানউতোর শুরু হয়ে গিয়েছে । বিজেপি’র দিকে আঙুল তুলেছেন কংগ্রেস । তাঁদের দাবি, শহর পরিষ্কার রাখার নামে গৃহহীনদের সঙ্গে অমানবিক আচরণ করছে সরকার । প্রবল ঠান্ডায় তাঁদের রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে ।
advertisement
ঘটনায় অবশ্য নড়েচড়ে বসেছে রাজ্য বিজেপি । ওই ভিডিওতে যে পুরক্মীদের দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । ইতিমধ্যেই নাইট শে,্টারের দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে । এ ছাড়া ডেপুটি কমিশনার প্রতাপ সোলাঙ্কিকেও বরখাস্ত করা হয়েছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
গৃহহীনদের জায়গা নেই, ইনদওর শহরের বাইরে ফেলে দিচ্ছে পুরকর্মীরা! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement