#নয়াদিল্লি: করোনা আতঙ্কে নতুন বছরের শুরুতেই উদ্বেগজনক পরিস্থিতি দেশে। একদিকে ওমিক্রনের বাড়বাড়ন্ত, অন্যদিকে করোনা সংক্রমণের লাগাম ছাড়া বৃদ্ধিতে চিন্তায় স্বাস্থ্যকর্তারা।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে হয়েছে ২২ হাজারের বেশি। আগের দিন সংখ্যা ছিল ১৬ হাজারের কিছু বেশি। অর্থাৎ একদিনের ব্যবধানে ৩৫ শতাংশ বেশি! মন্ত্রকের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ২২ হাজার ৭৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৯৪৯ জন।
আরও পড়ুন- বছরের শুরুতেই জমজমাট ত্রিপুরা, আগামিকাল অভিষেক, ৪ তারিখ মোদি
সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। ওই রাজ্যে একদিনে ৮ হাজারের বেশি আক্রান্ত। আর মুম্বইয়ের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। ৮ হাজারের মধ্যে মুম্বইয়েই সাড়ে পাঁচ হাজারের বেশি আক্রান্ত। শনিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, রাজ্যের ২০ বিধায়ক, ১০ মন্ত্রি করোনা সংক্রমিত। রাজ্যের বিধানসভার শীত অধিবেশনের সময় কমানো হতে পারে বলে জানিয়েছেন।
গত কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে দ্বিগুণ হারে বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ। গত ৪ দিনে আড়াইগুণ হারে বেড়েছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৬ জনের। সুস্থতার হার এখন ৯৮.৩২ শতাংশ।
আরও পড়ুন- ভক্তদের তর্কাতর্কি-ধাক্কাধাক্কি-বচসায় উত্তপ্ত,ভয়ঙ্কর পরিস্থিতি বৈষ্ণোদেবী ধামে
এদিকে, আগামী সোমবার থেকে দেশের ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। এদিন থেকেই নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে কোউইন প্লাটফর্মে। অন্যদিকে, গত দু’সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, তা নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র।
গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কলকাতার কোভিড পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিল রাজ্য স্বাস্থ্য দফতরকে। বলা হয়েছিল, কলকাতার সংক্রমণের হার ১২.৫ শতাংশ। শনিবার তা পৌঁছে গিয়েছে ২০ শতাংশে। যেহেতু ওমিক্রনের আতঙ্ক রয়েছে, তাই আগত আন্তর্জাতিক যাত্রীদের উপর নজর রাখার কথা বলা হয়েছে।
এই মুহূর্তে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬ জন। করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের উপসর্গগুলি ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে অনেক বেশি প্রকট বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Situation, Coronavirus, Omicron, Omicron Panick In Kolkata