Jammu Kashmir new chief minister: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লাহ, জোটে থাকলেও সরকারে থাকল না কংগ্রেস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়লেও নতুন সরকারের অংশ হচ্ছে না কংগ্রেস৷ ওমর আবদুল্লাহের সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে তারা৷
শ্রীনগর: জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ৷ কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে জম্মু কাশ্মীরে ওমর আবদুল্লাহের নেতৃত্বেই প্রথম সরকার গঠন হতে চলেছে৷ ন্যাশনাল কনফারেন্সের আরও আট জন বিধায়ককে এ দিন মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুরিন্দর কুমার চৌধুরী৷
তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়লেও নতুন সরকারের অংশ হচ্ছে না কংগ্রেস৷ ওমর আবদুল্লাহের সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে তারা৷ সূত্রের খবর, কংগ্রেসকে একটি দফতর দেওয়ার প্রস্তাব দিয়েছিল ন্যাশনাল কনফারেন্স৷ যদিও সেই প্রস্তাব খারিজ করে বাইরে থেকেই নতুন সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস৷
advertisement
advertisement
শ্রীনগরে এ দিন ওমর আবদুল্লাহের শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি,সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিএমকে-র কে কানিমোঝি, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সিপিআই-এর ডি রাজা, আম আদমি পার্টির সঞ্জয় সিং-এর মতো নেতারা উপস্থিত ছিলেন৷ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও উপস্থিত ছিলেন৷
শপথ নেওয়ার আগে ওমর আবুদল্লাহ বলেন, মানুষের সমস্যা নিরসনে আমরা ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই৷ আর তা করার ক্ষেত্রে সবার আগে জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া উচিত বলেই আমি মনে করি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 1:08 PM IST