১০ ডিসেম্বরের পরে ট্রেন, বাস, মেট্রো রেলে চলবে না পুরনো ৫০০ টাকার নোট !
Last Updated:
শেষ হতে চলল পুরনো ৫০০ টাকার নোটে লেনদেন ৷ শনিবারের পর ট্রেন, বাসে আর চলবে না পুরনো ৫০০ টাকার নোট ৷
#নয়াদিল্লি: শেষ হতে চলল পুরনো ৫০০ টাকার নোটে লেনদেন ৷ শনিবারের পর ট্রেন, বাস, মেট্রো রেলে আর চলবে না পুরনো ৫০০ টাকার নোট৷
এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ১৫ ডিসেম্বর অবধি ট্রেন, বাসের টিকিট কাটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে পুরনো ৫০০ টাকার নোট ৷ তবে নতুন নির্দেশ অনুযায়ী, ১০ ডিসেম্বরের পরে ট্রেন, বাস, মেট্রো রেলের ক্ষেত্রে আর ব্যবহার করা যাবে না পুরনো ৫০০ টাকা৷
Old 500 notes to not be accepted by Railways, in Buses and Metro after December 10 #DeMonetisation
— ANI (@ANI_news) December 8, 2016
advertisement
advertisement
কোটি কোটি কালো টাকা ধরতেই, রাতারাতি বাতিল পাঁচশো ও হাজার টাকার নোট। সাধারণ মানুষের হয়রানির ক্ষেত্রে বিশেষ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল ৷ তার মধ্যে ছিল পেট্রোল পাম্প ও বিমান টিকিট ৷ কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ কিছু কালো টাকার কারবারিরা এর মাধ্যমে কালো টাকা সাদা টাকা করছে ৷ সেই কারণেই এই নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার ৷
advertisement
নিশানায় কালো টাকা। দেশের অর্থনীতিতে আর্থিক বৃদ্ধিকে ছাপিয়ে যাচ্ছিল জাল টাকার বাড়বাড়ন্ত। অবস্থা চরমে ওঠায় কালো টাকা বন্ধে অভিযানে কেন্দ্র। কেন্দ্রের দাবি, কালো টাকা মুক্ত অর্থনীতিতে গতি পাবে উন্নয়ন। রাজ্যগুলির হাতে থাকবে বাড়তি টাকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2016 5:06 PM IST