CCTV -র যে ফুটেজটি এখন Viral হয়েছে তাতে দেখা যাচ্ছে রাস্তায় হেঁটে যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি ৷ সেই ব্যক্তির চারপাশে হঠাৎ একটি কালো ছায়া দেখা যাচ্ছে ৷ সেই কালো ছায়া দেখে বৃদ্ধ ভদ্রলোক ৷সেই বৃদ্ধ এরপরেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানেই মরে পড়ে যায় ৷
সাধারণ মানুষদের মধ্যে রীতিমতো আতঙ্কের তৈরি করেছে এই ভিডিও ৷ মীরটে এখন রাতের এই কালো ছায়া দেখার ভয় কাজ করছে সাধারণ মানুষদের মধ্যে ৷
আরও পড়ুন - #Viral: মানুষের মতো মুখ শিশু ছাগলের, ভগবান রূপ ভেবে পুজোয় ব্যস্ত গ্রামবাসীরা, দেখুন ভিডিও
ভাইরাল ভিডিও-র জায়গা গিয়ে জানা গিয়েছে ২০ জানুয়ারি এক মানুষের মৃত্যু হয়েছে ৷ মেরঠের পরাতপুরের জুরানপুর ফটকের পাশে একটি গ্যারেজের কাছে এটি ঘটেছে ৷ সই সময়ের পর থেকে এই কালোছায়া নিয়ে আতঙ্কের পরিবেশ মেরঠে ৷
সাধারণ মানুষের মধ্য ভৌতিক কালো ছায়া নিয়ে আতঙ্ক হলেও মনোবৈজ্ঞানিক জানিয়েছেন নেকরোফোবিয়া বলে বলছেন ৷ তাদের মতে এই ঘটনায় ভয়েই কোনও মানুষের মৃত্যুর ঘটনা হতে পারে ৷ বাকি সকলের মধ্যে আতঙ্ক তৈরি করে ৷
মনোবৈজ্ঞানিকদের মতে যে ব্যক্তি মারা গেছেন তিনি নিশ্চিতভাবে প্রচণ্ড ভয় পেতেন ৷ কালো ছায়া তাঁর সেই ভয়ের বিষয়ে প্যানিক অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে সেই বৃদ্ধের দাবি মনোবৌজ্ঞানিকদের ৷ তবে মনোবৈজ্ঞানিকদের যুক্তি মানতে নারাজ সাধারণ মানুষ ৷ তাদের মতে কালো ছায়ার রহস্য কিছু আছে বৃদ্ধের মৃত্যুর পিছনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CCTV Footage, Ghost Video, Viral Video, ভাইরাল ভিডিও, সিসিটিভি ফুটেজ