রান্নার গ্যাসে উঠছে না ভর্তুকি, নির্দেশ কেন্দ্রের

Last Updated:

সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে মার্চ মাসের মধ্যেই ভর্তুকি তুলে দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে মার্চ মাসের মধ্যেই ভর্তুকি তুলে দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানিয়েচিল লোকসভায় ৷ পাশাপাশি কেরোসিনেও ভর্তুকি তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছিল কেন্দ্রের তরফে ৷
এই পদক্ষেপের জেরে যাতে গরীব মানুষরা সমস্যায় না পরে সেই নিয়েও পরিকল্পনা চলছে ৷ গরিব মানুষরা রান্নার গ্যাস আর কেরোসিনের ভর্তুকি পাবেন। এমনটাই জানিয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এখনই রান্নার গ্যাস ও কেরোসিনে ভর্তুকি তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের ৷ গরীব ও সাধারণ মানুষরা আগের মতোই রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন
advertisement
advertisement
এর আগে জানানো হয় যে ভর্তুকি একেবারে তুলে দিতে প্রতি মাসে সিলিন্ডার পিছু ৪ টাকা করে দাম বাড়ানো হবে। এর ফলে ২০১৮ সালে মার্চ মাসের মধ্যে ভর্তুকি পুরোপুরি তুলে নেওয়া হবে ৷ এই সিদ্ধান্তের বিরোধীতায় সরব হয় বিরোধীরা ৷
দেশে আড়াই কোটি এমন পরিবার রয়েছে, যাঁদের উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত।দারিদ্র্য সীমার নিচের পরিবারগুলি যাতে সমস্যায় না পড়ে সেই দিকে নজর রাখা হচ্ছে ৷ কিন্তু ঠিক কারা ভর্তুকি পাবে সেটি কীসের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও জানানো হয়নি ৷ এই মুহূর্তে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যারা তারা এই সুবিধা পাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রান্নার গ্যাসে উঠছে না ভর্তুকি, নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement