রান্নার গ্যাসে উঠছে না ভর্তুকি, নির্দেশ কেন্দ্রের

Last Updated:

সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে মার্চ মাসের মধ্যেই ভর্তুকি তুলে দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে মার্চ মাসের মধ্যেই ভর্তুকি তুলে দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ গত সপ্তাহে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একথা জানিয়েচিল লোকসভায় ৷ পাশাপাশি কেরোসিনেও ভর্তুকি তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছিল কেন্দ্রের তরফে ৷
এই পদক্ষেপের জেরে যাতে গরীব মানুষরা সমস্যায় না পরে সেই নিয়েও পরিকল্পনা চলছে ৷ গরিব মানুষরা রান্নার গ্যাস আর কেরোসিনের ভর্তুকি পাবেন। এমনটাই জানিয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এখনই রান্নার গ্যাস ও কেরোসিনে ভর্তুকি তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের ৷ গরীব ও সাধারণ মানুষরা আগের মতোই রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন
advertisement
advertisement
এর আগে জানানো হয় যে ভর্তুকি একেবারে তুলে দিতে প্রতি মাসে সিলিন্ডার পিছু ৪ টাকা করে দাম বাড়ানো হবে। এর ফলে ২০১৮ সালে মার্চ মাসের মধ্যে ভর্তুকি পুরোপুরি তুলে নেওয়া হবে ৷ এই সিদ্ধান্তের বিরোধীতায় সরব হয় বিরোধীরা ৷
দেশে আড়াই কোটি এমন পরিবার রয়েছে, যাঁদের উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত।দারিদ্র্য সীমার নিচের পরিবারগুলি যাতে সমস্যায় না পড়ে সেই দিকে নজর রাখা হচ্ছে ৷ কিন্তু ঠিক কারা ভর্তুকি পাবে সেটি কীসের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনও জানানো হয়নি ৷ এই মুহূর্তে উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যারা তারা এই সুবিধা পাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রান্নার গ্যাসে উঠছে না ভর্তুকি, নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement