দু’সপ্তাহ ধরে অসমের অয়েল ইন্ডিয়ার লিক হওয়া তেল কূপে ভয়াবহ আগুন !

Last Updated:

অসমের সংবাদসংস্থা গুয়াহাটি প্লাসের খবর অনুযায়ী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বায়ু সেনার আধিকারিকদেরও ডাকা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৷

#গুয়াহাটি: গত ২৭ মে থেকে অসমের বাঘজানে অয়েল ইন্ডিয়ার তেল কূপে লিক হওয়ার পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হতে থাকে ৷ প্রায় দু’সপ্তাহ কেটে গেলেও অবস্থার কোনও উন্নতি ঘটেনি ৷ মঙ্গলবার তা ভয়াবহ আকার ধারণ করে ৷ পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ৷  সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের আনানো হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ অসমের সংবাদসংস্থা গুয়াহাটি প্লাসের খবর অনুযায়ী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বায়ু সেনার আধিকারিকদেরও ডাকা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৷
তীব্র শব্দে বেরোতে থাকা গ্যাসে বায়ু দূষণ হয়েই চলেছে। ইতিমধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে আশপাশের জলাশয় বিষাক্ত হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে চা বাগান, সুপুরি বাগান ও শস্য খেত। অয়েল ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত ও ত্রাণ শিবিরে থাকতে বাধ্য হওয়া ৬৩০টি পরিবারকে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিদিন পরিবার পিছু ৫০০০ টাকা দিতে হবে।
advertisement
advertisement
অয়েল ইন্ডিয়ার এই বাঘজানের খনিতে তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসও মজুত রয়েছে ৷ অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত এই তেলের কূপ ৷ ২০০৬ সাল থেকে এখানে প্রতিদিন ৮০,০০০ স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস (SCMD) উৎপন্ন করা হয় ৷ আশপাশের গ্রামের মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দু’সপ্তাহ ধরে অসমের অয়েল ইন্ডিয়ার লিক হওয়া তেল কূপে ভয়াবহ আগুন !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement