Rath Yatra Stampede: পুরীতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মাঝি! দায় অবশ্য কেবল পুলিশের, সাসপেন্ড ২ পুলিশকর্তা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Odisha Rath Yatra Stampede:গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্টে মৃত্যুর ঘটনায় এবার জগন্নাথ দেবের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
ওড়িশা: গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্টে মৃত্যুর ঘটনায় এবার জগন্নাথ দেবের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং আহত প্রায় ৫০ জন। ওড়িশা সরকারে পক্ষ থেকেও ক্ষমা চাইলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন,‘‘আমি এবং আমার সরকার সমস্ত জগন্নাথদেবের ভক্তদের কাছে ক্ষমা চাইছি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, তাদের এই গভীর শোক সহ্য করার শক্তি দিন।
advertisement
advertisement
Puri Rath Yatra stampede: Puri District Collector and SP transferred; DCP Vishnu Pati and Commandant Ajay Padhi have been suspended for negligence of duty: Odisha CMO
Odisha CM Mohan Charan Majhi announced a financial assistance of Rs 25 lakh for the next of kin of each… pic.twitter.com/RWSdn3XRYv
— ANI (@ANI) June 29, 2025
advertisement
এই ভয়ঙ্কর দুর্ঘটনাতে “অমার্জনীয়’ বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন নিরাপত্তার ত্রুটিগুলি চিহ্নিত করতে একটি তাত্ক্ষণিক তদন্ত শুরু হবে। নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা সাহয্য করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘটনায় নিরাপত্তায় গাফিলতি, দায়িত্বে অবহেলার অভিযোগে ডিসিপি বিষ্ণু পতি এবং কমান্ড্যান্ট অজয় পাধিকে সাসপেন্ড করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2025 4:07 PM IST