মোদিকে ফোন ওবামার, ভারত-মার্কিন সম্পর্ক মজবুত করার জন্য শুভেচ্ছা

Last Updated:

হোয়াইট হাউস ছাড়ার সময় এসে গিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। ভারত ও আমেরিকা মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করায় ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ওবামা ৷

#ওয়াশিংটন: বিদায় বেলায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন বারাক ওবামা। হোয়াইট হাউস ছাড়ার সময় এসে গিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করায় ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ওবামা ৷
হোয়াইট হাউস একটি বিবৃতিতে জানিয়েছেন, ফোনে ওবামা মোদিকে জানিয়েছেন প্রতিরক্ষা, পরমাণু এবং সামাজিক ক্ষেত্রে এই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে ৷ পাশাপাশি এবছরের প্রজাতন্ত্র দিবসের জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ওবামা ৷
মার্কিন মুলুকের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত যে চুক্তি ভারতে হয়েছে সে বিষয়েও এদিন কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে ৷ মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা তাকে ফোন করে আমেরিকা সফরের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন ৷
advertisement
advertisement
সেপ্টম্বর ২০১৪ সালে হোয়াইট হাউসে ওবামা ও মোদির প্রথম সাক্ষাৎকার হয় ৷ এরপর প্রায় আটবার তাদের মধ্যে দেখে হয়েছে ৷ এর আগে কখনও  দুই দেশের নেতাদের মধ্যে এতবার দেখা হয়নি ৷ ইন্দো–মার্কিন কূটনৈতিক ইতিহাসে যা রেকর্ড।
এশিয়ার বিষয়ক সহ সচিব নিশা দেসাই বিসওয়াল জানিয়েছেন, ‘দু’জনের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে ৷ একে অপরকে ও তাদের মূল্যবোধকে তারা সম্মান  শ্রদ্ধা করেন।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদিকে ফোন ওবামার, ভারত-মার্কিন সম্পর্ক মজবুত করার জন্য শুভেচ্ছা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement