বিরাট খবর! পর্যটকদের সুবিধায় আরও বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা... বেড়াতে যাওয়ার আগে জানুন

Last Updated:

কলকাতা-আগরতলা রুটে স্পেশাল ট্রেনের সময়সীমা বাড়ছে। 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি। যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে, ট্রেন নং. ০১৬৬৬/০১৬৬৫ (আগরতলা-রানি কমলাপতি-আগরতলা) স্পেশাল-এর পরিষেবা ২০২৪-এর মার্চ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা) স্পেশালটির পরিষেবার মেয়াদ ২০২৪-এর ২৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এটি প্রত্যেক বৃহস্পতিবার করে চলবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) স্পেশালটির পরিষেবার মেয়াদ ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এটি প্রত্যেক রবিবার করে চলবে।
ট্রেনটি উভয় দিক থেকে আম্বাসা, ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, রঙিয়া, কিষানগঞ্জ, বারাউনী জং., দানাপুর, মির্জাপুর, কাটনি, ইতরসি জং. হয়ে চলাচল করবে।কামাখ্যা ও রাজেন্দ্র নগরের মধ্যে চলাচলকারী ক্যাপিটাল এক্সপ্রেস-এর আলুয়াবাড়ী রোড স্টেশনে নতুন স্টপেজ-এর সূচনা করা হয়েছে।
advertisement
advertisement
রেল যাত্রীদের সুবিধা প্রদানের জন্য একটি পদক্ষেপ হিসাবে, আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেন নং. ১৩২৪৭/১৩২৪৮ (কামাখ্যা – রাজেন্দ্র নগর – কামাখ্যা) ক্যাপিটাল এক্সপ্রেসকে দুই মিনিটের জন্য অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। ট্রেন নং. ১৩২৪৭ (কামাখ্যা – রাজেন্দ্র নগর) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ী স্টেশনে ১৬:৫৮ ঘণ্টায় পৌঁছবে ও ১৭:০০ ঘণ্টায় ছাড়বে। ফেরৎ যাত্রার সময় ট্রেন নং. ১৩২৪৮ (রাজেন্দ্র নগর – কামাখ্যা) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ী স্টেশনে ১০:১৫ ঘণ্টায় পৌঁছবে ও ১০:১৭ ঘন্টায় ছাড়বে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ট্রেনটির নতুন স্টপেজ দ্বারা এই এলাকার রেল যাত্রীদের নিজের গন্তব্যের দিকে যাত্রার জন্য আরেকটি বিকল্প প্রদান করবে। এই ট্রেনের স্টপেজ এবং সময়ের বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং এনটিইএস-এর মাধ্যমেও উপলব্ধ রয়েছে।
advertisement
যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে। যাত্রীদের চাহিদা মেনে আরও স্পেশাল ট্রেনের ঘোষণা করা হতে পারে শীঘ্রই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিরাট খবর! পর্যটকদের সুবিধায় আরও বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা... বেড়াতে যাওয়ার আগে জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement