• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ভয়াবহ আকার নিচ্ছে সোয়াইন ফ্ল‌ু, রাজস্থানে মৃত বেড়ে ১২৬

ভয়াবহ আকার নিচ্ছে সোয়াইন ফ্ল‌ু, রাজস্থানে মৃত বেড়ে ১২৬

এখনও পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্ল‌ুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬ ৷ দিন দুই আগে একজনের মৃত্যুর খবর এসেছে ৷

এখনও পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্ল‌ুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬ ৷ দিন দুই আগে একজনের মৃত্যুর খবর এসেছে ৷

এখনও পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্ল‌ুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬ ৷ দিন দুই আগে একজনের মৃত্যুর খবর এসেছে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ ভয়াবহ আকার ধারণ করছে সোয়াইন ফ্ল‌ু ৷ এখনও পর্যন্ত রাজস্থানে সোয়াইন ফ্ল‌ুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৬ ৷ দিন দুই আগে একজনের মৃত্যুর খবর এসেছে ৷ নতুন আরও ৭৬ জন সোয়াইন ফ্ল‌ুতে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে ৷ গত ৪৬ দিনে ৩,৩৫৯ জন এই রোগে আক্রান্ত হয়েছেন ৷ শুধু জয়পুরেই আক্রান্তের সংখ্যা ২৯ জন ৷ উদয়পুরে পজেটিভ রিপোর্ট এসেছে ৭ জনের ৷ এছাড়াও আজমির, বার্মার,কারাউলি, চুরু, দাউসা, পালি-সহ বহু জায়গা থেকেই ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর আসে ৷ সোয়াইন ইনফ্ল‌ুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্যবাসী ৷ চিকিৎসার পরিভাষায় এই ভাইরাসের নাম H1N1 ৷ এই ভাইরাস খুবই ছোঁয়াচে ৷ সর্দি-কাশি-হাঁচি থেকেও ছড়াই সোয়াইন ফ্ল‌ুয়ের সংক্রমণ ৷

  First published: