অবশেষে নিহত দুই জঙ্গি, চলছে শেষ পর্যায়ের তল্লাশি

পাঠানকোট বিমানঘাঁটি এনএসজি কম্যাণ্ডোদের হাতে খতম আরও এক জইশ জঙ্গি ৷ এখনও বিমানঘাঁটিতে লুকিয়ে আরও এক জঙ্গি ৷ সেই জঙ্গির খোঁজে এখনও সেনা অভিযান জারি রয়েছে বলে জানালেন ডিআইজি বর্ডার রেঞ্জ ৷

  • Last Updated :
  • Share this:

    #পাঠানকোট: পাঠানকোট বিমানঘাঁটি এনএসজি কম্যাণ্ডোদের হাতে খতম আত্মগোপন করে থাকা দুই জইশ জঙ্গি ৷  বিমানঘাঁটিতে আরও কেউ আত্মগোপন করে রয়েছে কিনা দেখতে এখনও জারি রয়েছে সেনা অভিযান ৷ মনে করা হচ্ছে, রবিবার রাতের মধ্যেই শেষ করা যাবে মপিং অপারেশন ৷ চলছে ক্রমাগত গুলির লড়াই ৷ বিমানঘাঁটি থেকে ভেসে আসছে একের পর এক বিস্ফোরণের শব্দ ৷

    শনিবার ১৬ ঘণ্টার চিরুণি তল্লাশির পর বিমানঘাঁটি জঙ্গি মুক্ত বলে জানিয়েছিল সেনাবাহিনী ৷  রবিবার সকালে মৃত জঙ্গির দেহ পরীক্ষা করতে গিয়ে, জঙ্গিদেহে লুকিয়ে থাকা বোমা ফেটে মারা যান এনএসজি-র লেফটন্যান্ট ৷ গুরুতর আহত হন এনএসজি-র আরও পাঁচ জওয়ান ৷ এরপরেই বায়ুসেনা আরও একবার তল্লাশি অভিযান শুরু করে ৷ তল্লাশির মাঝেই এনএসজি-কে লক্ষ্য করে ছুটে আসে গুলি৷ ফের শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই ৷  সেনা সূত্রে খবর, এনএসজি-র গুলিতে নিকেশ আরও দুই জঙ্গি ৷  মনে করা হচ্ছে হামলা চালাতে যতজন জঙ্গি এয়ারবেসে ঢুকেছিল তারা সবাই মৃত ৷ তবু শনিবারের  মতো কোনও ঝুঁকি নিতে চায় না সেনা তাই এখনও অব্যাহত তল্লাশি অভিযান ৷

    50425302

    এখনও পর্যন্ত পাঠানকোট হামলায় সেনার হাতে মারা গিয়েছে ছ’জন জইশ জঙ্গি ৷ এই অভিযানে এয়ার ফোর্সের বিশেষ বাহিনীর ছ’জন জওয়ান শহীদ হয়েছেন আর গুরুতর আহত আটজন ৷ এনএসজি বাহিনীর একজন লেফটেন্যান্ট এদিন সকালে বিস্ফোরণে শহীদ হন ৷ অন্যদিকে ১২ জন কম্যান্ডো আহত হয়েছেন এই অভিযানে ৷

    First published:

    Tags: Jaish E Mohammad, Militant Killed, NSG, Pathankot Airbase, Pathankot Attack, Punjab, Terrorist Killed