ICU বেড পেলেন না করোনা আক্রান্ত NSG কমান্ডার, রাস্তাতেই মৃত্যু
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
অ্যাম্বুলেন্সে রাস্তায় ঘুরতে ঘুরতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই এনএসজি কমান্ডার।
#নয়াদিল্লি: দেশের বহু রাজ্যে অক্সিজেনের আকাল। পর্যাপ্ত ভ্যাকসিন নেই। হাসপাতালে বেড-এর অভাব। করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার দশা বেরিয়ে আসছে। স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ঠিক কতটা দুর্বল তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল করোনাভাইরাস। অক্সিজেনের অভাবে সারা দেশে রোজ বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। বুধবার একজন এনএসজি কমান্ডার আইসিইউ বেডের অভাবে রাস্তাতেই প্রাণ হারালেন। বিকে ঝা নামের সেই এনএসজি কমান্ডার ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে নয়ডার একটি হাসপাতালে ভর্তি হন। প্রথম ১২ দিন তাঁর শারীরিক অবস্থা খুব একটা খারাপ হয়নি। কিন্তু ৪ মেয়ে সন্ধের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
সেই এনএসজি কমান্ডারের অক্সিজেন লেভেল কমতে থাকে ক্রমশ। যার ফলে তাঁকে নয়ডার ওই হাসপাতাল থেকে অন্য কোথাও স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রেফারেল হাসপাতালে আইসিইউ বেড খালি ছিল না। ফলে তাঁকে অন্য কোথাও শিফট করাতে হত। এর পরই দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন বেডের খোঁজ শুরু হয়। ৃন্তু পাঁচ ঘন্টা কেটে গেলেও গোটা দিল্লিতে একটিও অক্সিজেন বেডের হদিশ পাওয়া যায়নি। যার জেরে অ্যাম্বুলেন্সে রাস্তায় ঘুরতে ঘুরতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই এনএসজি কমান্ডার। দেশের নিরাপত্তা ব্যবস্থা যাঁদের কাঁধে, তাঁদেরই যদি এমন অবস্থা হয় তা হলে সাধারণ মানুষের কী হবে! এমনই প্রশ্ন তুলেছেন অনেকে। এমনিতেই সেনা জওয়ানদের চিকিৎসা পরিষেবায় বিশেষ ব্যবস্থা থাকে সরকারের তরফে। কিন্তু দেশে করোনার দাপটে এখন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে হাসপাতালের বেডের আকাল দেখা দিয়েছে।
advertisement
কয়েকদিন আগেই সংক্রামক রোগ বিশেষজ্ঞ হিসেবে জনপ্রিয় মার্কিন চিকিৎসক ডাক্তার অ্যান্থনি ফাউকি জানিয়েছিলেন, ভারতে এখন যা অবস্থা তাতে অবিলম্বে বহু জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরি করা উচিত। যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে যে কোনো সময় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। এমনিতেই দেশের বিভিন্ন জায়গায় হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। এমন পরিস্থিতিতে একমাত্র অস্থায়ী হাসপাতাল বড় সমস্যা মোকাবিলায় সাহায্য করতে পারে। ডাক্তার ফাউজি জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর সাহায্যে বিভিন্ন জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরি করা যেতে পারে। গত বছর চিনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর সেখানকার সরকার সেনাবাহিনীর সাহায্যে বিভিন্ন জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরি করেছিল। এবার চিনা মডেল অনুসরণ করতে পারে ভারত। তেমনই পরামর্শ দিয়েছিলেন সেই মার্কিন ডাক্তার। দিল্লিতে অক্সিজেনের অভাবে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গত ১৫ দিন ধরে চলছে এই অক্সিজেনের আকাল। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে অক্সিজেন এক্সপ্রেস পাঠানো হয়েছে রাজধানীতে। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2021 10:56 PM IST