NPR-এ বাবা-মায়ের জন্মস্থান কেন ? মমতার সুরেই আপত্তি অ-বিজেপি রাজ্যগুলির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এনপিআরে নতুন প্রশ্ন রাখায় জটিলতা বাড়তে পারে ৷ বাবা-মায়ের জন্মস্থান জানতে চাওয়া হচ্ছে। এতে আইনশৃঙ্খলার সমস্যা হওয়ার সম্ভাবনা ৷
#নয়াদিল্লি: কেন্দ্রের ডাকা এনপিআর বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর দেখানো পথে এনপিআরের নতুন নিয়ম নিয়ে সরব হল অ-বিজেপি রাজ্যগুলো। রাজস্থান, ছত্তীশগড়, মধ্যপ্রদেশের মতো রাজ্য একসুরে জানিয়েছে, এনপিআরে বাবা-মায়ের জন্মস্থান-সহ একাধিক প্রশ্ন রাখা নিয়ে তাদের আপত্তি আছে।
এনপিআর বৈঠকে যোগ দেয়নি একা পশ্চিমবঙ্গ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এনপিআর নিয়ে আপত্তি তোলেন, বৈঠকেও সেটাই তুলে ধরে আপত্তি জানাল অ-বিজেপি রাজ্যগুলো।
এনপিআরের নতুন নিয়মে বিভ্রান্তি, জটিলতা বাড়বে। আইনী সমস্যাও হতে পারে। শুক্রবার নয়াদিল্লিতে এনপিআর নিয়ে বৈঠকে এই আশঙ্কা জানায় রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্য। তারা প্রশ্ন তোলে, এনপিআরে নতুন প্রশ্ন রাখায় জটিলতা বাড়তে পারে ৷ বাবা-মায়ের জন্মস্থান জানতে চাওয়া হচ্ছে। এতে আইনশৃঙ্খলার সমস্যা হওয়ার সম্ভাবনা ৷ তাৎপর্যপূর্ণ হল, কেন্দ্রের এনপিআর ঘোষণার কয়েকদিন পরই একই আশঙ্কা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
এমনকি প্রথমে আপত্তি না থাকলেও পরে রাজ্যে এনপিআর স্থগিত রাখার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এনপিআর, এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে ক্ষোভে স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকা বৈঠকেও যোগ দেয়নি পশ্চিমবঙ্গ। শুক্রবার আম্বেদকর ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বৈঠক হয়। এনপিআর স্থগিত রাখলেও বৈঠকে হাজির ছিল কেরল।
এনপিআর ছাড়াও নির্ধারিত সময়ে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শেষ করতে চায় কেন্দ্র। রাজ্যগুলোকেও সেই মতো প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2020 5:55 PM IST