এবার বিগ বাজার থেকেও তোলা যাবে নগদ টাকা !

Last Updated:

১৫ দিন কেটে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ৷ বাজারে ইতিমধ্যেই চলে এসেছে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট ৷

#কলকাতা: ১৫ দিন কেটে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ৷ বাজারে ইতিমধ্যেই চলে এসেছে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট ৷ তবে দেশের বেশ কিছু জায়গায় ভোগান্তি এখনও চলছে ৷ শহরের বেশ কিছু এটিএমে এখনও লাইন টাকা তোলার৷ ব্যাংকেও টাকা লেনদেন বেশ দীর্ঘমেয়াদি ৷ দেশবাসীর এই ভোগান্তিকে কমাতে এবার পাশে এল দেশের সবচেয়ে বড় রিটেল স্টোর বিগ বাজার ৷ স্টেট ব্যাংকের সঙ্গে হাত মিলিয়ে এবার টাকা তোলার সুবিধা আনতে চলেছে বিগবাজার ৷ ২৪ নভেম্বর থেকে দেশের ২৬০ টি বিগবাজারের স্টোরে ডেভিড কার্ড ব্যবহার করেই তুলতে পারবেন ২০০০ টাকা ৷
মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরই বিগবাজার ও অন্যান্য রিটেল স্টোরে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনেছেন ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ৷ এটিএমে লম্বা লাইন দিয়েছেন নগদ টাকা তোলার ক্ষেত্রে ৷ তবে এবার টাকা তোলার সুযোগ এনে দিচ্ছে বিগবাজার ৷
advertisement
advertisement
এএনআইয়ের খবর অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ ২৪ নভেম্বর থেকেই এই সুবিধা পাবেন সাধারণ মানুষ ৷ বিগবাজের তৈরি হওয়া মিনি এটিএম থেকে ডেভিড কার্ডের সাহায্যেই তোলা যাবে ২০০০ টাকা ৷
নোট বাতিলের পর কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ ৷ কিন্তু ব্যাঙ্ক ও এটিএমের সামনে লম্বা লাইন আর কমছে না ৷ ব্যাঙ্ক, এটিএমের সামনে প্রতিদিনের সেই চেনা ছবি। লম্বা লাইনে অপেক্ষা করে ক্লান্ত মানুষ। বাড়ছে বিরক্তি। সাধারণ মানুষের নোট যন্ত্রণার ছবিটা আজও গোটা দেশজুড়ে বদলায়নি ৷
advertisement
সাধারণ মানুষের একাংশ মোদি সরকারের এই পদক্ষেপকে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক বলে ব্যাখ্যা করছেন ৷ আবার অন্যদিকে একাংশ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার বিগ বাজার থেকেও তোলা যাবে নগদ টাকা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement