#কলকাতা: ১৫ দিন কেটে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ৷ বাজারে ইতিমধ্যেই চলে এসেছে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট ৷ তবে দেশের বেশ কিছু জায়গায় ভোগান্তি এখনও চলছে ৷ শহরের বেশ কিছু এটিএমে এখনও লাইন টাকা তোলার৷ ব্যাংকেও টাকা লেনদেন বেশ দীর্ঘমেয়াদি ৷ দেশবাসীর এই ভোগান্তিকে কমাতে এবার পাশে এল দেশের সবচেয়ে বড় রিটেল স্টোর বিগ বাজার ৷ স্টেট ব্যাংকের সঙ্গে হাত মিলিয়ে এবার টাকা তোলার সুবিধা আনতে চলেছে বিগবাজার ৷ ২৪ নভেম্বর থেকে দেশের ২৬০ টি বিগবাজারের স্টোরে ডেভিড কার্ড ব্যবহার করেই তুলতে পারবেন ২০০০ টাকা ৷
মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরই বিগবাজার ও অন্যান্য রিটেল স্টোরে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনেছেন ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ৷ এটিএমে লম্বা লাইন দিয়েছেন নগদ টাকা তোলার ক্ষেত্রে ৷ তবে এবার টাকা তোলার সুযোগ এনে দিচ্ছে বিগবাজার ৷
Rs 2000 can now be withdrawn from Big Bazaar using debit card starting from this Thursday (November 24) #DeMonetisation
— ANI (@ANI_news) November 22, 2016
এএনআইয়ের খবর অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ ২৪ নভেম্বর থেকেই এই সুবিধা পাবেন সাধারণ মানুষ ৷ বিগবাজের তৈরি হওয়া মিনি এটিএম থেকে ডেভিড কার্ডের সাহায্যেই তোলা যাবে ২০০০ টাকা ৷
নোট বাতিলের পর কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ ৷ কিন্তু ব্যাঙ্ক ও এটিএমের সামনে লম্বা লাইন আর কমছে না ৷ ব্যাঙ্ক, এটিএমের সামনে প্রতিদিনের সেই চেনা ছবি। লম্বা লাইনে অপেক্ষা করে ক্লান্ত মানুষ। বাড়ছে বিরক্তি। সাধারণ মানুষের নোট যন্ত্রণার ছবিটা আজও গোটা দেশজুড়ে বদলায়নি ৷
সাধারণ মানুষের একাংশ মোদি সরকারের এই পদক্ষেপকে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক বলে ব্যাখ্যা করছেন ৷ আবার অন্যদিকে একাংশ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Big Bazar, Cash, Demonetisation, Kolkata, Withdraw