পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আনল EPFO

Last Updated:

পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আনল EPFO

#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য সুখবর ৷ পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করল রিটায়ারমেন্ট ফাণ্ড ম্যানেজার, এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ পেনশন, বীমা এবং পিএফ-এর টাকা তোলার আবেদনের নিষ্পত্তির সময়সীমা ২০ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হল ৷
পিএফের টাকা তুলতে প্রচুর হ্যাপা ৷ গন্ডাখানেক ফর্ম ফিলআপ করো ৷ তারপর সেটা জমা দেওয়ার জন্য লম্বা লাইনের পিছনে দাঁড়াও ৷ তারপর লম্বা সময়ের অপেক্ষা ৷ তারপরই পিএফের টাকা পৌঁছবে আপনার অ্যাকাউন্টে ৷ সেই দিন এবার ফুরোল বলে ৷
২০১৫ সালে জুলাই মাসে পিএফ-এর টাকা প্রত্যাহার সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মনীতিতে বহু পরিবর্তন আনে EPFO ৷ সেসময়ই নয়া নীতি অনুসারে EPFO জানায়, আবেদনের ২০ দিনের মধ্যেই পেনশন হোক বা ইনসিওরেন্স ক্লেম, পিএফের টাকা প্রত্যাহারের আবেদনের ২০ দিনের মধ্যেই গ্রাহকের আর্জির নিষ্পত্তি করা হবে ৷ আর্জি অনুমোদনের সেই সময়সীমা আরও কমিয়ে ১০ দিন করল EPFO ৷ এই সংস্থার চার কোটি গ্রাহককে সুষ্ঠু পরিসেবা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ৷
advertisement
advertisement
চলতি বছরের পয়লা মে নতুন একটি পরিষেবা শুরু করেছে EPFO ৷ এবার থেকে অনলাইনেও তোলা যাবে পিএফের টাকা ৷ অনলাইনেই পিএফের টাকা প্রত্যাহারের আবেদন নিষ্পত্তির জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার নম্বরকে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে ৷ বেঙ্গালুরুতে এই EPFO-এর এই নতুন নিয়ম সম্পর্কে ঘোষণা করেন শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ৷
advertisement
এবার আবেদন জমা দেওয়ার ১০ দিনের মধ্যে টাকা পাবেন আবেদনকারীরা। কিন্তু এই ব্যবস্থা পাল্টাতে চাইছে ইপিএফও। সংস্থার লক্ষ্য, আবেদন জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবির নিষ্পত্তি করার। দেশজুড়ে ইপিএফও-র ১১০টি আঞ্চলিক অফিসকে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে।
ইপিএফও বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে ৷’
advertisement
সম্প্রতি ইপিএফ ফাণ্ড থেকে টাকা তোলার নিয়ম অনেক শিথিল করেছে EPFO ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আনল EPFO
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement