পেট্রোল পাম্পেও মিলবে এবার আপনার পছন্দের আইসক্রিম !

Last Updated:

শিরোনাম দেখে চমকে যাবেন না ৷ আর এমন ঘটনা বিদেশে নয় ৷ দেশের পেট্রোল পাম্পেই এবার মিলবে আপনার পছন্দের দুধ-দই-আইসক্রিম ৷

#নয়াদিল্লি: শিরোনাম দেখে চমকে যাবেন না ৷ আর এমন ঘটনা বিদেশে নয় ৷ দেশের পেট্রোল পাম্পেই এবার মিলবে আপনার পছন্দের দুধ-দই-আইসক্রিম ৷ তাই গাড়িতে পেট্রোল কিংবা ডিজেল ভরতে গিয়েই আপনি কিনতেই পারেন আমুলের দুধ কিংবা দই ৷
পেট্রোলিয়াম সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমুল ৷ দু’তরফে বেশ কিছু চুক্তিও স্থির হয়েছে ৷ যার জেরেই আমুল সংস্থাটি ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম সংস্থার পেট্রোল পাম্পগুলিতে আমুল আউটলেট খুলতে চলেছে ৷ এই সমস্ত আউটলেট গুলিতেই দুধ, দই এবং আইসক্রিম ছাড়াও সমস্ত আমুলের প্রোডাক্টই কেনা যাবে ৷
আমুল কোম্পানি পেট্রোল পাম্পের ডিলারদের আউটলেট খোলার অনুরোধ জানিয়েছে ৷ তবে, তার বদলে আমুলকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে ৷ যদিও এতে মাসে আমুল অনেকাংশেই লাভের মুখ দেখতে চলেছে তা একেবারে নিশ্চিত ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই আহমেদাবাদ, বড়োদরার মত বেশ কিছু শহরের পেট্রোল পাম্পে ইতিমধ্যেই আমুলের আউটলেট খোলা হয়েছে ৷ তবে, আগামী অর্থবর্ষে সেই আউটলেটের পরিমাণ ৪,০০০ করতে চলেছে আমুল ৷ ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম ছাড়াও ইন্ডিয়ান অয়েলের সঙ্গেও চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে আমুল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পেট্রোল পাম্পেও মিলবে এবার আপনার পছন্দের আইসক্রিম !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement