পেট্রোল পাম্পেও মিলবে এবার আপনার পছন্দের আইসক্রিম !
Last Updated:
শিরোনাম দেখে চমকে যাবেন না ৷ আর এমন ঘটনা বিদেশে নয় ৷ দেশের পেট্রোল পাম্পেই এবার মিলবে আপনার পছন্দের দুধ-দই-আইসক্রিম ৷
#নয়াদিল্লি: শিরোনাম দেখে চমকে যাবেন না ৷ আর এমন ঘটনা বিদেশে নয় ৷ দেশের পেট্রোল পাম্পেই এবার মিলবে আপনার পছন্দের দুধ-দই-আইসক্রিম ৷ তাই গাড়িতে পেট্রোল কিংবা ডিজেল ভরতে গিয়েই আপনি কিনতেই পারেন আমুলের দুধ কিংবা দই ৷
পেট্রোলিয়াম সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমুল ৷ দু’তরফে বেশ কিছু চুক্তিও স্থির হয়েছে ৷ যার জেরেই আমুল সংস্থাটি ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম সংস্থার পেট্রোল পাম্পগুলিতে আমুল আউটলেট খুলতে চলেছে ৷ এই সমস্ত আউটলেট গুলিতেই দুধ, দই এবং আইসক্রিম ছাড়াও সমস্ত আমুলের প্রোডাক্টই কেনা যাবে ৷
আমুল কোম্পানি পেট্রোল পাম্পের ডিলারদের আউটলেট খোলার অনুরোধ জানিয়েছে ৷ তবে, তার বদলে আমুলকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে ৷ যদিও এতে মাসে আমুল অনেকাংশেই লাভের মুখ দেখতে চলেছে তা একেবারে নিশ্চিত ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই আহমেদাবাদ, বড়োদরার মত বেশ কিছু শহরের পেট্রোল পাম্পে ইতিমধ্যেই আমুলের আউটলেট খোলা হয়েছে ৷ তবে, আগামী অর্থবর্ষে সেই আউটলেটের পরিমাণ ৪,০০০ করতে চলেছে আমুল ৷ ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম ছাড়াও ইন্ডিয়ান অয়েলের সঙ্গেও চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে আমুল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2018 8:37 PM IST