• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ট্রেন লেট করলে বিশেষ সুবিধা পাবেন রাজধানী, শতাব্দীর যাত্রীরা

ট্রেন লেট করলে বিশেষ সুবিধা পাবেন রাজধানী, শতাব্দীর যাত্রীরা

File Photo

File Photo

রাজধানী, শতাব্দীর যাত্রীদের জন্য এবার বিশেষ পরিষেবা নিয়ে এল রেল ৷

 • Share this:

  #নয়াদিল্লি: রাজধানী, শতাব্দীর যাত্রীদের জন্য এবার বিশেষ পরিষেবা নিয়ে এল রেল ৷ এবার থেকে এক ঘণ্টার বেশি ট্রেন লেট করলে বিশেষ কয়েকটি ট্রেন যেম রাজধানী ও শতাব্দীর যাত্রীদের ট্রেন লেটের খবর আগাম জানিয়ে দেওয়া হবে এসএমএস-এর মাধ্যমে ৷

  দূরপাল্লার ট্রেন লেট করলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ এক দু’ঘণ্টা নয় কখনও কখনও প্রায় দশ-বারো ঘণ্টা দেরিতে চলে দূরপাল্লার ট্রেন ৷ তবে সেই বিষয়ে যাত্রীদের কাছে কোনও খবর থাকে না ৷ ফলে অনেক সময় স্টেশনে এসে বসে থাকতে হয় ৷ শিশু ও বয়ষ্কদের এর জেরে সমস্যায় পড়তে হয় ৷ যাত্রীদের দুর্ভোগের কথা মাথআয় রেখেই এবার এই পদক্ষেপ নিতে চলেছে রেল ৷

  বর্তমানে রাজধানী, শতাব্দীর জন্য এই পরিষেবা চালু করা হলেও আগামী দিনে এই পরিষেবা পাবেন অন্য ট্রেনের যাত্রীরাও। এই পরিষেবার জন্য আলাদা কোনও টাকাও দিতে হবে না।

  First published: