এবার বাঘের রক্ষাকর্তা কুকুর

Last Updated:

এবার বাঘেদের রক্ষা করবে কুকুর ৷ চোরাকারবারীদের হাত থেকে বন্যপ্রানীদের রক্ষা করার জন্য স্নিফার ডগদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ভোপাল পুলিশ ৷

#ভোপাল: এবার বাঘেদের রক্ষা করবে কুকুর ৷ চোরাকারবারীদের হাত থেকে বন্যপ্রানীদের রক্ষা করার জন্য স্নিফার ডগদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ভোপাল পুলিশ ৷ রাজ্যে বাঘ সংরক্ষণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
সাধারণত স্নিফার ডগদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বিস্ফোরক বা ড্রাগস খুঁজে বার করার জন্য ৷ নিরাপত্তা বাহিনীরা বিভিন্ন রকম অপরাধীদের ধরতে ব্যবহার করে থাকেন  ৷  কিন্তু এবার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররা বনদফতরের আধিকারিকদের সাহায্য করবে বন্যপ্রানীদের চোরাশিকারীদের কাছে রক্ষা করতে ৷
সূত্রের খবর, চারটি বেলজিয়ান সেফার্ডসকে ট্রেনিং দিয়েছে ভোপাল পুলিশ ডগ ট্রেনিং স্কুল ৷ অপরাধীরা যারা বনে প্রবেশ করবে তাদের কী ভাবে ধরতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ বেলজিয়ান সেফার্ডস সাধারণত ভিষণ বিদ্ধমান ও সংবেদনশীল হয়ে থাকে ৷
advertisement
advertisement
২০১০ পর্যন্ত মধ্যপ্রদেশ ছিল ‘টাইগার স্টেট’ ৷ কিন্তু ২০১২ সালে সেখানে ৩৯টি বাঘের মৃত্যু হয় ৷ এরপর টাইগার স্টেটের মুকুটটি হাত ছাড়া হয়ে যায় ৷ এরপর তা চলে যায় কর্ণাটকের কাছে ৷
সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে মধ্যপ্রদেশে ৩৯৭টি বাঘ রয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার বাঘের রক্ষাকর্তা কুকুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement