বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশি, কেস গড়াল সুপ্রিম কোর্টে

Last Updated:
#নয়াদিল্লি: কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশি বিতর্ক গড়াল এবার সুপ্রিম কোর্টে ৷ রাজ্যে প্রবল অরাজক পরিস্থিতি এই মর্মে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছে কেন্দ্র ৷ বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নুরুলাকে তল্লাশির সময় শুল্ক দফতরের আধিকারিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন সলিসিটর জেনারেল ৷ তাকে আবেদনের নির্দেশ সর্বোচ্চ আদালতের ৷ উল্লেখ্য, শুক্রবার সারদা কাণ্ডের শুনানি চলাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশিকাণ্ডের প্রসঙ্গ টানে সিবিআই ৷
গত ২ মার্চ ব্যাঙ্কক থেকে এদেশে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশির জন্য আটকান কাস্টমস অফিসারেরা ৷ সেসময় রাজ্য পুলিশের সঙ্গে তাদের সংঘাত বাধে ৷ শুল্ক দফতরের আধিকারিক অভিযোগ, গ্রিন চ্যানেল পেরিয়ে বিধাননগর কমিশনারেটের পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য অফিসারদের উপর চাপ সৃষ্টি করেন এবং তাদের কাজে বাধাও দেন ৷
advertisement
এই ঘটনার উদাহরণ দিয়ে সিবিআই আদালতকে জানিয়েছে রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে ৷ সুপ্রিম কোর্টেও এই মর্মে দায়ের হয়েছে অভিযোগ ৷
advertisement
শুল্ক দফতরের আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ব্যাগে করে বেআইনিভাবে সোনা ও টাকা নিয়ে আসছিলেন ৷ রুজিরা নুরুলার কাছে ২ কেজি সোনা পাওয়া যায় বলে জানায় শুল্ক দফতর ৷ এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কংগ্রেস ৷ ভোটের বাজারে এমন হাতে গরম অভিযোগে অস্ত্র শানাতে মাঠে নেমে পড়ে বিরোধীরাও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তল্লাশি, কেস গড়াল সুপ্রিম কোর্টে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement