এবার থেকে আধার নম্বরই ডিজিট্যাল পেমেন্টের পাসওয়ার্ড

Last Updated:

নিজের নাম, প্রেমিকার নাম, হ্যাশ ট্যাগ, @ চিহ্নওয়ালা খটমট পাসওয়ার্ডের দিন শেষ ৷ এবার যেকোন ডিজিট্যাল পেমেন্টের জন্য আপনার আধার নাম্বাপই হতে চলেছে আপনার পাসওয়ার্ড ৷

#নয়াদিল্লি: নিজের নাম, প্রেমিকার নাম, হ্যাশ ট্যাগ, @ চিহ্নওয়ালা খটমট পাসওয়ার্ডের দিন শেষ ৷ এবার যেকোন ডিজিট্যাল পেমেন্টের জন্য আপনার আধার নাম্বারই হতে চলেছে আপনার পাসওয়ার্ড ৷
দেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে নোট বাতিলের পর থেকে ডিজিট্যাল লেনদেনের উপর জোর দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার ৷ ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড ছাড়াও গুরুত্ব বেড়েছে ই-ওয়ালেটগুলির ৷ মোদির ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নকে এগিয়ে নিতে, এবার কেন্দ্র সরকার সমস্ত লেনদেনের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করতে চাইছেন ৷ তাই সম্প্রতি ‘আধার পেমেন্ট অ্যাপ’ এবং ভীম অ্যাপ লঞ্চ করে মোদি সরকার ৷
advertisement
দেশের মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহী করতে নতুন এই অ্যাপ ৷ ইতিমধ্যেই বহু মানুষ আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট বা EPS-এর প্রাথমিক ভার্সনটি ব্যবহার করে আধার নম্বরের মাধ্যমে পেমেন্ট করেছে ৷
advertisement
কেন্দ্রীয় সরকারের দাবি ডিজিট্যাল পেমেন্টের বাকি মাধ্যমের চেয়ে এই পন্থা অনেক বেশি সহজ ৷ কারণ- আধার নম্বরের সঙ্গে গ্রাহকের বাকি বায়োমেট্রিক তথ্য যুক্ত ৷ তাই আঙুলের ছাপ নকল হওয়া সম্ভব নয় বলে অন্যের আধার নম্বর ব্যবহার করে কেউ পেমেন্ট করতে পারবেন না ৷
advertisement
আপাতত গুজরাট, অন্ধ্রপ্রদেশে সরকারি ফেয়ার প্রাইস শপে আধারের মাধ্যমে দাম মেটানোর ব্যবস্থা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়ে গিয়েছে ৷
সম্প্রতি অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ী যাদের টার্নওভার ২ কোটির মধ্যে তারা যদি সমস্ত লেনদেন অনলাইনে করেন তাহলে তারা কর ছাড় পাবেন ৷ নতুন এই অ্যাপে তাদের সমস্ত লেনদেন আরও সহজে করা যাবে ৷ এর জন্য তাদের কেবল আধার ক্যাশলেস মার্চেন্ট অ্যাপ ডাউনলোড করতে হবে তাদের স্মার্টফোন ৷ তবে ফোনটি একটি বাইয়োমেট্রিক ডিভাইসের সঙ্গে কানেক্ট করা থাকতে হবে ৷ এটি মাত্র ২০০০ টাকায় পাওয়া যাবে ৷ এরপর গ্রাহককে তার আধার নম্বর ওই অ্যাপে দিতে হবে, ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে যেখান থেকে টাকা লেনদেন করা হবে ৷ লেনদেন হওয়ার জন্য বাইয়োমেট্রিক স্ক্যান পাসওয়ার্ডের কাজ করবে ৷
advertisement
এই মুহূর্তে ৪০ কোটি আধার নম্বর ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ৷ সরকারের লক্ষ্য হচ্ছে সমস্ত আধার কার্ড মার্চ ২০১৭-র মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে আধার নম্বরই ডিজিট্যাল পেমেন্টের পাসওয়ার্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement