এবার থেকে আধার নম্বরই ডিজিট্যাল পেমেন্টের পাসওয়ার্ড

নিজের নাম, প্রেমিকার নাম, হ্যাশ ট্যাগ, @ চিহ্নওয়ালা খটমট পাসওয়ার্ডের দিন শেষ ৷ এবার যেকোন ডিজিট্যাল পেমেন্টের জন্য আপনার আধার নাম্বাপই হতে চলেছে আপনার পাসওয়ার্ড ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: নিজের নাম, প্রেমিকার নাম, হ্যাশ ট্যাগ, @ চিহ্নওয়ালা খটমট পাসওয়ার্ডের দিন শেষ ৷ এবার যেকোন ডিজিট্যাল পেমেন্টের জন্য আপনার আধার নাম্বারই হতে চলেছে আপনার পাসওয়ার্ড ৷

    দেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে নোট বাতিলের পর থেকে ডিজিট্যাল লেনদেনের উপর জোর দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার ৷ ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড ছাড়াও গুরুত্ব বেড়েছে ই-ওয়ালেটগুলির ৷ মোদির ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নকে এগিয়ে নিতে, এবার কেন্দ্র সরকার সমস্ত লেনদেনের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করতে চাইছেন ৷ তাই সম্প্রতি ‘আধার পেমেন্ট অ্যাপ’ এবং ভীম অ্যাপ লঞ্চ করে মোদি সরকার ৷

    দেশের মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহী করতে নতুন এই অ্যাপ ৷ ইতিমধ্যেই বহু মানুষ আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট বা EPS-এর প্রাথমিক ভার্সনটি ব্যবহার করে আধার নম্বরের মাধ্যমে পেমেন্ট করেছে ৷

    কেন্দ্রীয় সরকারের দাবি ডিজিট্যাল পেমেন্টের বাকি মাধ্যমের চেয়ে এই পন্থা অনেক বেশি সহজ ৷ কারণ- আধার নম্বরের সঙ্গে গ্রাহকের বাকি বায়োমেট্রিক তথ্য যুক্ত ৷ তাই আঙুলের ছাপ নকল হওয়া সম্ভব নয় বলে অন্যের আধার নম্বর ব্যবহার করে কেউ পেমেন্ট করতে পারবেন না ৷

    আপাতত গুজরাট, অন্ধ্রপ্রদেশে সরকারি ফেয়ার প্রাইস শপে আধারের মাধ্যমে দাম মেটানোর ব্যবস্থা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়ে গিয়েছে ৷

    সম্প্রতি অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ী যাদের টার্নওভার ২ কোটির মধ্যে তারা যদি সমস্ত লেনদেন অনলাইনে করেন তাহলে তারা কর ছাড় পাবেন ৷ নতুন এই অ্যাপে তাদের সমস্ত লেনদেন আরও সহজে করা যাবে ৷ এর জন্য তাদের কেবল আধার ক্যাশলেস মার্চেন্ট অ্যাপ ডাউনলোড করতে হবে তাদের স্মার্টফোন ৷ তবে ফোনটি একটি বাইয়োমেট্রিক ডিভাইসের সঙ্গে কানেক্ট করা থাকতে হবে ৷ এটি মাত্র ২০০০ টাকায় পাওয়া যাবে ৷ এরপর গ্রাহককে তার আধার নম্বর ওই অ্যাপে দিতে হবে, ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে যেখান থেকে টাকা লেনদেন করা হবে ৷ লেনদেন হওয়ার জন্য বাইয়োমেট্রিক স্ক্যান পাসওয়ার্ডের কাজ করবে ৷

    এই মুহূর্তে ৪০ কোটি আধার নম্বর ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ৷ সরকারের লক্ষ্য হচ্ছে সমস্ত আধার কার্ড মার্চ ২০১৭-র মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ৷

    First published:

    Tags: Aadhar Card Number, Aadhar Payment app, Digital India, Digital payment, Password