দশেরায় ১ কোটি টাকার নোট দিয়ে সাজানো হয় দেবীকে, পুজোর পর কি হয় সেই টাকার, জানুন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মন্দিরের কোষাধ্যক্ষ পি রামুর মতে, গত বছর মন্দিরে দেবীর উপাসনায় তিন কোটিরও বেশি টাকার নোট ব্যবহার করা হয়েছিল।
#হায়দরাবাদ: দশেরা উপলক্ষে দক্ষিণ ভারতের তেলঙ্গানায় একটি মন্দিরে দেবীর প্রতিমা এক কোটি টাকার নোট দিয়ে সাজানো হয়েছিল। তেলেঙ্গানার কন্যকা পরমেশ্বরী দেবীর মন্দিরে (Kanyaka Parameswari Goddess)টাকার নোটগুলি ফুলের আকারে সজ্জিত ছিল। দেবীকে আরাধানার জন্য এত বড় আকারে নোটের ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হয়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেবী মূর্তির সজ্জায়ে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল টাকা দিয়ে। মালা থেকে সামনে রাখা ফুল, সমস্ত কিছুই নোট থেকে তৈরি করা হয়েছিল। মন্দিরে উপস্থিত অন্যান্য দেবদেবীদেরও নোটের মালা পরিয়ে দেওয়া হয়।
মন্দিরের কোষাধ্যক্ষ পি রামুর মতে, গত বছর মন্দিরে দেবীর উপাসনায় তিন কোটিরও বেশি টাকার নোট ব্যবহার করা হয়েছে। তিনি বলেন- 'এ বছর নোটের সংখ্যা আগের বছরের তুলনায় কম ছিল। করোনার ভাইরাসের অতিমারী চলাকালীন অর্থনৈতিক সঙ্কটের ফলেই কমেছে এই সংখ্যা। তিনি জানিয়েছেন যে, এই নোটগুলি স্থানীয় সম্প্রদায় পুজোর জন্য দিয়ে থাকে। এই নোটগুলি পুজো শেষ হওয়ার পরে তাদের কাছে আবার ফেরত দেওয়া হয়। ৪০ থেকে ৫০জন ভক্ত এই বছরের দেবীর আরাধনার জন্য এই বছর অর্থ দিয়েছিলেন।
advertisement
advertisement
The decoration at the Sri Kanyakaparameswari Devasthanam Temple of Gadwal was done with Rs 1.11 crore (1,11,11,111/-) currency notes to mark the 'Sri Mahalakshmi Avatram' of the goddess during the #Navratri celebrations. #HappyDussehra #navaratri2020 pic.twitter.com/rkUkzuXgNr
— Aashish (@Ashi_IndiaToday) October 26, 2020
advertisement
তাৎপর্যপূর্ণভাবে, বছর জুড়ে বিভিন্ন রূপে দেবীর পূজা হয়। মন্দিরে নোট দিয়ে সজ্জিত এই দেবীকে বলা হয় ধনলক্ষ্মী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2020 9:36 PM IST