জিনস নিয়ে নয়, ছেঁড়া-ফাটা জিনস নিয়েই সমস্যা, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

Last Updated:

তবে যাই যুক্তি দিন তিরথ ও তাঁর স্ত্রী, আপাতত ফাটা জিনসের বক্তব্য নিয়ে জোর চর্চা ও কোনঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী রাওয়াত৷

#দেহরাদুন: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের (Tirath Singh Rawat)বিতর্কিত মন্তব্যে নিয়ে উত্তাল গোটা দেশ৷ মহিলাদের রিপড বা ফাটা জিনস নিয়ে তাঁর মন্তব্যে চটেছেন সাধারণ নাগরিক৷ তিরথ রাওয়াত বলেন যে মেয়েরা এমন পোশক পরলে, খারাপ বার্তা যায় এবং তাদের বাবা-মায়েরাও অন্যদের কাছে কুরুচিকর নিদর্শন তুলে ধরেন৷ ছেঁড়া-ফাটা জামার সঙ্গে একপ্রকার নগ্নতার তুলনা করেন তিনি৷ ফলে তাঁর বক্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়৷ এরপরই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় তিনি উল্লেখ করেন যে তাঁর কথায় তিনি অনড়৷ তবে সেখানে একটা বিষয় পরিষ্কার করেন তিরথ৷ তিনি বলেন যে, মেয়েদের জিনস পরা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, সমস্যা রয়েছে রিপড-টর্ন অর্থাৎ ছেঁড়া-ফাটা জিনস নিয়েই৷
নিজের বক্তব্যের পিছনে যুক্তিও দেন উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন যে, খুব সাধারণ গ্রামের ছেলে তিনি৷ পরিবারে বড় হওয়ার মধ্যে বজায় ছিল সেই সাধারণ ভাব৷ তাঁর বাড়ি থেকে স্কুল, সর্বত্র এক ধরণের নিয়ম নীতি ছিল৷ যা পোশাকের জন্যও প্রযোজ্য৷ তিনি কথায়, স্কুলে যাওয়ার সময় কখনও যদি দেখতাম প্যান্ট ছিঁড়ে গিয়েছে, তাহলেই ভয় পেতাম গুরুজির মুখোমুখি হতে৷ আর এখন এমন ছেঁড়া জিনস ২হাজার থেকে ৪হাজার টাকায় কিনছে ছেলেমেয়েরা! এমনকী যদি ছেঁড়া নাও থাকে, তাহলে কাঁচি চালানো হয় তার ওপর! এতেই তিনি খুব আশ্চর্য হন৷
advertisement
শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর স্ত্রীও স্বামীর বক্তব্যকে সমর্থন করেছেন৷ তিনি মনে করেন যে, তাঁর স্বামীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে৷ তাঁর পুরো কথা না শুনেই সকলে এভাবে তাঁর মন্তব্য নিয়ে হইচই ফেলে দিয়েছে৷ কেন এমন কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত, সেই প্রেক্ষাপটাই শোনা হচ্ছে না, অভিযোগ তাঁর স্ত্রী রশ্মী ত্যাগীর৷
advertisement
advertisement
রশ্মীদেবী বলেন যে, মহিলাদের দায়িত্ব নিজেদের সংস্কার বাঁচিয়ে রাখা৷ এখন সমাজের সর্বত্রই মহিলারাই এগিয়ে রয়েছেন৷ এই কথাগুলি বলতে গিয়েই উঠে এসেছে ছেঁড়া ফাটা জিনসের মন্তব্য৷ স্বামীর সমর্থনে বলছেন রশ্মীদেবী৷
advertisement
তবে যাই যুক্তি দিন তিরথ ও তাঁর স্ত্রী, আপাতত ফাটা জিনসের বক্তব্য নিয়ে জোর চর্চা ও কোনঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী রাওয়াত৷ প্রিয়াঙ্কা গান্ধি একটি ট্যুইটে বিজেপি ও আরএসএস নেতাদের খাকি হাফ প্যান্টের ছবি পোস্ট করে ব্যাঙ্গ করেন৷ লেখেন, এবাবা, হাঁটু দেখা যাচ্ছে যে!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জিনস নিয়ে নয়, ছেঁড়া-ফাটা জিনস নিয়েই সমস্যা, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement