North East railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের টিকিটহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ৩৪.০৬ কোটি টাকা

Last Updated:

বিনা টিকিটের যাত্রী ধরতে লাগাতার অভিযানে নামছে ভারতীয় রেল

রেলের অভিযান
রেলের অভিযান
টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।পাশাপাশি প্রকৃত যাত্রীদের অসুবিধার সৃষ্টি করা হয়, এমন কোনও ধরনের কার্যকলাপ প্রতিরোধ করতে এই ধরনের অভিযান চালানো হয়।
এখানে উল্লেখ করা যেতে পারে যে ২০২৪-এর এপ্রিল থেকে ২০২৪-এর ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে টিকিটবিহীন/অনিয়মিত টিকিটের ৩৯৬১০১ সংখ্যক যাত্রী চিহ্নিত করা হয়েছে, তাঁদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ প্রায় ৩৪.০৬ কোটি টাকা আদায় করা হয়েছে।
advertisement
advertisement
গত ২০২৩ এপ্রিল থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৩৯৪০৭৬ সংখ্যক অপরাধীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের কাছ থেকেও ৩৩.৭৮ কোটি টাকা উপার্জন করা হয়েছিল।
বিগত বছরের তুলনায় এই বছর তুলনামূলক হিসেবে ০.৫১ শতাংশের বেশি ঘটনা শনাক্ত করা হয়। অপরাধীদের কাছ থেকে জরিমানা ও ভাড়া হিসেবে ০.৮২ শতাংশ বেশি উপার্জন হয়।
বর্তমান অর্থবর্ষ ২০২৪-২৫-এর এপ্রিল মাস থেকে আগস্ট মাসের মধ্যে রেলওয়ে ম্যাজিস্ট্রেটের সাহায্যে উপযুক্ত ভ্রমণ টিকিট ছাড়া যাত্রা করার জন্য অনুমোদিত যাত্রীদের বিরুদ্ধে ৩০টি সারপ্রাইজ অভিযান চালানো হয়।
advertisement
এই অভিযানের সময় ম্যাজিস্ট্রেট ১৬৭ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ রেলওয়ে আইন না মানার অভিযোগে ১৬১ জন ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
তিনটি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সংগ্রহ করা মোট অর্থরাশি হলো ১০.৫৮ কোটি টাকা। ঘোষণা করা হয়, উপযুক্ত টিকিট ছাড়া অথবা অনুমোদিত দূরত্বের বাইরে ভ্রমণ করলে অতিরিক্ত শুল্ক এবং ভাড়া আরোপ করা হতে পারে।
advertisement
যদি কোনও যাত্রী, সেই অর্থ দিতে ব্যর্থ হন অথবা দিতে অস্বীকার করেন, তাহলে তিনি অর্থ পরিশোধের ক্ষেত্রে খেলাপি হবেন এবং রেলওয়ে আইন ১৯৮৯-এর প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে তাঁর বিচার হবে।
অসুবিধা এড়ানোর জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে উপযুক্ত ও বৈধ টিকিট এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভ্রমণ করতে বলা হয়েছে।
advertisement
এখন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যাত্রীরা নিজেদের স্মার্ট ফোন থেকে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট ক্রয় করতে পারবেন। ইউটিএস অ্যাপ্লিকেশনটি অ্যানড্রয়েড ও অ্যাপল অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
North East railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের টিকিটহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ৩৪.০৬ কোটি টাকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement