Special Train: বাড়ছে স্পেশাল ট্রেন! এ বার ট্রেনেই উত্তর পূর্ব ভারত থেকে পাড়ি দিন সোজা উত্তর ভারতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Special Train: এক জোড়া বিশেষ ট্রেনের পরিষেবা সময়সীমাও বৃদ্ধি করা হল যাত্রী সংখ্যার চাহিদার কারণে
কলকাতা: আনন্দ বিহার টার্মিনাল এবং যোগবনীর মধ্যে বিশেষ ট্রেন পরিচালনা করবে উত্তর-পূ্র্ব সীমান্ত রেলওয়ে। এক জোড়া বিশেষ ট্রেনের পরিষেবা সময়সীমাও বৃদ্ধি করা হল যাত্রী সংখ্যার চাহিদার কারণে। ২০২৫ সালের গ্রীষ্মকালীন ঋতুতে যাত্রীসংখ্যা ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আনন্দ বিহার টার্মিনাল এবং যোগবনীর মধ্যে একটি অতিরিক্ত গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন পরিচালনা করার কথা ঘোষণা করেছে। এই পরিষেবাটি প্রতিটি দিকে ৮টি ট্রিপের জন্য চলবে।
এছাড়াও, বিশেষ ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ (চার্লাপল্লি – নাহরলগুন – চার্লাপল্লি) –এর পরিষেবাও এবং পরিচালনার সময়সীমাও উভয় দিকে আরও ৮টি করে ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে। বিশেষ ট্রেন নম্বর ০৪০৭৪ (আনন্দ বিহার টার্মিনাল-যোগবনী) বর্তমানে চলাচল করছে এবং ২৩ মে, ২০২৫ থেকে ১১ জুলাই, ২০২৫ পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১:৫৫ মিনিটে আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়ে রবিবার সকাল ৭:৩০ মিনিটে যোগবনীতে পৌঁছাবে।
advertisement
ফেরার পথে, ট্রেন নম্বর ০৪০৭৩ (যোগবনী-আনন্দ বিহার টার্মিনাল) ২৫ মে, ২০২৫ থেকে ১৩ জুলাই, ২০২৫ পর্যন্ত প্রতি রবিবার সকাল ৯:৩০ মিনিটে যোগবনী থেকে ছাড়বে এবং সোমবার বিকেল ১৬:০০ টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে। এই ট্রেনটি গাজিয়াবাদ, কানপুর সেন্ট্রাল, লখনউ, বারাণসী জংশন, বালিয়া, ছাপরা জংশন, বারৌনি জংশন, খাগরিয়া জংশন, কাটিহার জংশন, ফোর্বসগঞ্জ ইত্যাদি স্টেশন হয়ে উভয় দিকে চলবে। এই ট্রেনটির সাথে মোট ২০টি কোচ সংযুক্ত থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ৫ মাসে ভ্রমণ ৪ দেশে! দানিশের সঙ্গে দেখা করার ১৭ দিন পরই পাকিস্তান ভ্রমণ গুপ্তচর ইউটিউবার জ্যোতি মালহোত্রার
আরও একটি ট্রেন নং ০৭০৪৬ (চার্লাপল্লি – নাহরলগুন) সাপ্তাহিক বিশেষ পরিষেবার ট্রেনের সময়সীমা ৭ জুন থেকে ২৬ জুলাই, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ট্রেন নং ০৭০৪৭ ( নাহরলগুন – চার্লাপল্লি) সাপ্তাহিক বিশেষ ট্রেনের পরিষেবার সময়সীমাও ১০ জুন থেকে ২৯ জুলাই, ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ট্রেনগুলি বর্তমান পরিষেবা সময়সূচি, সময়, কম্পোজিশন এবং স্টপ অনুযায়ী চলবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির রুট, স্টপেজ এবং সময় সম্পর্কে বিস্তারিত নথি আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর-পূর্ব রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ। যাত্রীদের তাঁদের ট্রেন ভ্রমণের আগে বিস্তারিত তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 9:08 AM IST