North East Frontier Railway: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে এল আরও উৎসব স্পেশাল ট্রেন
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
North East Frontier Railway: এই উৎসব স্পেশাল ট্রেনগুলি কামাখ্যা-গোরক্ষপুর এবং কাটিহার-মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচল করবে
কলকাতা: রেলযাত্রা সহজ করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে এল আরও উৎসব স্পেশাল ট্রেন। আসন্ন উৎসবকালীন সপ্তাহের সময় ভ্রমণকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দু’ দিক থেকে আরও দুই জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উৎসব স্পেশাল ট্রেনগুলি কামাখ্যা-গোরক্ষপুর এবং কাটিহার-মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচল করবে।
সেই অনুযায়ী, ০৫০৮২নং. (গোরক্ষপুর-কামাখ্যা) স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ১০ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত গোরক্ষপুর থেকে ১৫.০৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫০৮১নং. (কামাখ্যা-গোরক্ষপুর) স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ১১ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কামাখ্যা থেকে ২১.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৭.৩০ ঘণ্টায় গোরক্ষপুর পৌঁছবে। ০৯১৮৯নং. (মুম্বই সেন্ট্রাল-কাটিহার) স্পেশাল ট্রেনটি আটটি ট্রিপের জন্য ১১ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত মুম্বই সেন্ট্রাল থেকে ১০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৭.৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।
advertisement
আরও পড়ুন : আজ একাধিক কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ফেরত যাত্রার সময় ০৯১৯০নং. (কাটিহার-মুম্বই সেন্ট্রাল) স্পেশাল ট্রেনটি আটটি ট্রিপের জন্য ১৪ নভেম্বর, ২০২৩ থেকে ০২ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত কাটিহার থেকে ০০.১৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৮.৪০ ঘণ্টায় মুম্বই সেন্ট্রাল পৌঁছবে। যাত্রীদের জন্য উভয় স্পেশাল ট্রেনে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড সিটিং সহ মোট ২২টি কোচ থাকবে।স্পেশাল ট্রেন চালানো হলেও, ওয়েটিং লিস্ট প্রচুর থাকছে। এই অবস্থায় উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে তারা আরও বেশি ট্রেন ও বগি দিচ্ছে। যার ফলে যাতায়াতের সুবিধা হবে।
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘‘এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 9:15 AM IST