পরিযায়ী শ্রমিকদের ফেরাতে জমানো টাকা দিল ১২ বছরের নীহারিকা, কাটল বিমানের টিকিট
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ছোট্ট মেয়ে, কিন্তু তাঁর কাণ্ড দেখে অবাক দুনিয়া। নয়ডার নীহারিকার ১২ বছর বয়স। এতদিন ধরে সে জমিয়েছিল ৪৮ হাজার টাকা।
#নয়াদিল্লি: ছোট্ট মেয়ে, কিন্তু তাঁর কাণ্ড দেখে অবাক দুনিয়া। নয়ডার নীহারিকার ১২ বছর বয়স। এতদিন ধরে সে জমিয়েছিল ৪৮ হাজার টাকা। আর সেই টাকায় সে পরিযায়ী শ্রমিকদের জন্য বিমানের টিকিট কাটল। সবকিছু হারিয়ে যখন পরিযায়ী শ্রমিকেরা রসদ খুঁজছিলেন, ভাবছিলেন, কেউ যদি সামান্য অর্থ সাহায্য করে! তখনই এগিয়ে এসেছিল নীহারিকা। আর তার সাহায্য পেয়ে আপ্লুত হয়ে পড়েন শ্রমিকেরা। খবর রটতেই সুখ্যাতি শুরু করে দেশ। নীহারিকার সুখ্যাতি করেছেন খোদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ক’দিন আগে ঝাড়খণ্ডের শ্রমিকদের বিমানে করে রাজ্যে ফিরিয়েছিলেন হেমন্ত। আর নীহারিকাও সেই কাজই করলো।
লকডাউন শুরু হওয়ার পর থেকে দেশ দেখেছে, কীভাবে পায়ে হেঁটে, জীবন বিপন্ন করে বাড়ি ফেরার তাগিদে লড়াই করেছেন দেশের পরিযায়ী শ্রমিকেরা। অনেকেই এগিয়ে এসেছে, সরকার শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে, তবু যেন এই বিপুল সংখ্যায় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার রাস্তা করা যাচ্ছে না। আর তাই দেখেই হয়ত প্রাণ কেঁদেছে নয়ডার নীহারিকার। অষ্টম শ্রেণির এই ছাত্রী তাই বন্ধুদের সাহায্য নিয়ে এমন কারওর খবর নিতে চেয়েছিল, যে ফিরতে চাইছেন, কিন্তু পারছেন না। অনেকের কাছ থেকে খবর নেওয়ার পর জানা যায়, ঝাড়খণ্ডে তিনজন শ্রমিক আটকে রয়েছেন। আর তখনই নিজের এতদিনের সঞ্চয় করা ৪৮ হাজার টাকা নিশ্চিন্তে দান করে দেয় সে। যাতে বিমানের টিকিট কাটা যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2020 10:11 AM IST