PM Narendra Modi: 'কোনও তৃতীয় পক্ষের মধ্যস্ততা নেই' ভারত-পাক সংঘর্ষবিরতি প্রসঙ্গে বড় মন্তব্য মোদির! দুই দেশের সংঘাত থামান ট্রাম্প? যা বলে দিলেন প্রধানমন্ত্রী
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এবারে সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার, এনডিএ জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি জানান, কোনও 'তৃতীয়' মধ্যস্থতা ছাড়াই ভারত-পাকের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে।
নয়াদিল্লি: ভারত-পাক সংঘাত কিছুটা হলেও স্তিমিত হয়েছে, কিন্তু সংঘর্ষবিরতি কারোর মধ্যস্থতায় হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। এবারে সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার, এনডিএ জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি জানান, কোনও ‘তৃতীয়’ মধ্যস্থতা ছাড়াই ভারত-পাকের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে।
মোদির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সংঘাত থামানোর ক্ষেত্রে বারংবার নিজেকে এবং তাঁর প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন সেখানে দাঁড়িয়ে মোদির এ হেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
advertisement
advertisement
অপারেশন সিঁদুরের পরেই বিজেপি শাসিত অঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “সংঘর্ষবিরতির জন্য কাতর আবেদন করেছিল পাকিস্তানই। প্রথম ফোন এসেছিল ওপার থেকেই। আমার তা গ্রহণ করি। এর মধ্যে কোনও ধরনের তৃতীয় কেউ যুক্ত ছিল না।”
একইসঙ্গে এই বৈঠকে এনডিএ তথা বিজেপির নেতা-মন্ত্রীদের কোনও ধরনের আলটপকা মন্তব্যে রাশ টানতে বলেন মোদি। এই প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে সেখানে যা খুশি মন্তব্য করা থেকে বিরত থাকুন।”
advertisement
প্রসঙ্গত, গত ১৪ মে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি প্রসঙ্গে এমনই অপমানজনক মন্তব্য করে বসেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শা। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় বিজয়কে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 8:27 PM IST