Patanjali Coronil| 'এই ধরনের কোনও ওষুধ তৈরি করিনি,' করোনা-ওষুধ নিয়ে U-টার্ন পতঞ্জলির

Last Updated:

গত ২৩ জুন পতঞ্জলি আয়ুর্বেদ করোনিল ট্যাবলেট লঞ্চ করে৷ সেদিন সংস্থার তরফে যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণ দাবি করেন, ২৮০ জন করোনা রোগীর উপরে এই ওষুধের ট্রায়ালে সাফল্য মিলেছে৷ সকলেই সুস্থ হয়ে উঠেছেন৷

#দেরাদুন: একেই বলে ১৮০ ডিগ্রি পাল্টি খাওয়া! করোনা সেরে যাবে ৭ দিনে, এমনই দাবি করে কয়েক দিন আগে করোনিল নামে একটি আয়ুর্বেদ ওষুধ বাজারে এনে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার উত্তরাখণ্ড ড্রাগ ডিপার্টমেন্ট-এর নোটিসের জবাব একেবারে ঘুরে গিয়ে সংস্থা দাবি করল, তারা কখনওই বলেনি, 'Corona kit'নামে কোনও ওষুধ তৈরি করেছে৷
করোনার ওষুধের বিষয়ে পতঞ্জলিকে নোটিস ধরায় উত্তরাখণ্ডের আয়ুর্বেদ দফতর৷ তাঁরা জানান, পতঞ্জলি লাইসেন্সের জন্য আবেদনপত্রে করোনা ভাইরাসের কোনও কিছু উল্লেখ করেনি৷ তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসেবেই লাইসেন্স অনুমোদন করা হয়েছিল৷
সেই নোটিসের জবাবে পতঞ্জলির দাবি করেছে, 'করোনা কিট নামে কোনও ওষুধ আমরা তৈরি করিনি৷ আমরা শুধু দিব্য স্বসারি ভাতি, দিব্য করোনিল ট্যাবলেট ও দিব্য অনু তেল--- এই তিন ওষুধকে একসঙ্গে প্যাকেট করেছি, শিপিংয়ের সুবিধার জন্য৷ Coronil Kit নামেও কোনও ওষুধ আমরা বাণিজ্যিক ভাবে বিক্রি করিনি৷ করোনা সেরে যাবে, এই ধরনের প্রচারও করিনি৷ আমরা শুধু বলেছি, এই ওষুধের ট্রায়ালে সাফল্য মিলেছে৷ সেটাই আমরা মিডিয়ায় প্রচার করেছি৷'
advertisement
advertisement
গত ২৩ জুন পতঞ্জলি আয়ুর্বেদ করোনিল ট্যাবলেট লঞ্চ করে৷ সেদিন সংস্থার তরফে যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণ দাবি করেন, ২৮০ জন করোনা রোগীর উপরে এই ওষুধের ট্রায়ালে সাফল্য মিলেছে৷ সকলেই সুস্থ হয়ে উঠেছেন৷
উত্তরাখণ্ড আয়ুর্বেদ দফতরের লাইসেন্স অফিসারের বলেছিলেন, 'যখন পতঞ্জলি ওই ওষুধের জন্য লাইসন্সের আবেদন করেছিল, সেই আবেদনে করোনা ভাইরাসের কোনও উল্লেখ ছিল না৷ একটি ইমিউনিটি বুস্টার ও সর্দি-কাশির ওষুধ হিসেবেই আমরা লাইসেন্সের অনুমোদন দিয়েছিলাম৷ কার অনুমতিতে পতঞ্জলি COVID19-এর কিট তৈরি করল?'
বাংলা খবর/ খবর/দেশ/
Patanjali Coronil| 'এই ধরনের কোনও ওষুধ তৈরি করিনি,' করোনা-ওষুধ নিয়ে U-টার্ন পতঞ্জলির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement