Patanjali Coronil| 'এই ধরনের কোনও ওষুধ তৈরি করিনি,' করোনা-ওষুধ নিয়ে U-টার্ন পতঞ্জলির

Last Updated:

গত ২৩ জুন পতঞ্জলি আয়ুর্বেদ করোনিল ট্যাবলেট লঞ্চ করে৷ সেদিন সংস্থার তরফে যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণ দাবি করেন, ২৮০ জন করোনা রোগীর উপরে এই ওষুধের ট্রায়ালে সাফল্য মিলেছে৷ সকলেই সুস্থ হয়ে উঠেছেন৷

#দেরাদুন: একেই বলে ১৮০ ডিগ্রি পাল্টি খাওয়া! করোনা সেরে যাবে ৭ দিনে, এমনই দাবি করে কয়েক দিন আগে করোনিল নামে একটি আয়ুর্বেদ ওষুধ বাজারে এনে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার উত্তরাখণ্ড ড্রাগ ডিপার্টমেন্ট-এর নোটিসের জবাব একেবারে ঘুরে গিয়ে সংস্থা দাবি করল, তারা কখনওই বলেনি, 'Corona kit'নামে কোনও ওষুধ তৈরি করেছে৷
করোনার ওষুধের বিষয়ে পতঞ্জলিকে নোটিস ধরায় উত্তরাখণ্ডের আয়ুর্বেদ দফতর৷ তাঁরা জানান, পতঞ্জলি লাইসেন্সের জন্য আবেদনপত্রে করোনা ভাইরাসের কোনও কিছু উল্লেখ করেনি৷ তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওষুধ হিসেবেই লাইসেন্স অনুমোদন করা হয়েছিল৷
সেই নোটিসের জবাবে পতঞ্জলির দাবি করেছে, 'করোনা কিট নামে কোনও ওষুধ আমরা তৈরি করিনি৷ আমরা শুধু দিব্য স্বসারি ভাতি, দিব্য করোনিল ট্যাবলেট ও দিব্য অনু তেল--- এই তিন ওষুধকে একসঙ্গে প্যাকেট করেছি, শিপিংয়ের সুবিধার জন্য৷ Coronil Kit নামেও কোনও ওষুধ আমরা বাণিজ্যিক ভাবে বিক্রি করিনি৷ করোনা সেরে যাবে, এই ধরনের প্রচারও করিনি৷ আমরা শুধু বলেছি, এই ওষুধের ট্রায়ালে সাফল্য মিলেছে৷ সেটাই আমরা মিডিয়ায় প্রচার করেছি৷'
advertisement
advertisement
গত ২৩ জুন পতঞ্জলি আয়ুর্বেদ করোনিল ট্যাবলেট লঞ্চ করে৷ সেদিন সংস্থার তরফে যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণ দাবি করেন, ২৮০ জন করোনা রোগীর উপরে এই ওষুধের ট্রায়ালে সাফল্য মিলেছে৷ সকলেই সুস্থ হয়ে উঠেছেন৷
উত্তরাখণ্ড আয়ুর্বেদ দফতরের লাইসেন্স অফিসারের বলেছিলেন, 'যখন পতঞ্জলি ওই ওষুধের জন্য লাইসন্সের আবেদন করেছিল, সেই আবেদনে করোনা ভাইরাসের কোনও উল্লেখ ছিল না৷ একটি ইমিউনিটি বুস্টার ও সর্দি-কাশির ওষুধ হিসেবেই আমরা লাইসেন্সের অনুমোদন দিয়েছিলাম৷ কার অনুমতিতে পতঞ্জলি COVID19-এর কিট তৈরি করল?'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Patanjali Coronil| 'এই ধরনের কোনও ওষুধ তৈরি করিনি,' করোনা-ওষুধ নিয়ে U-টার্ন পতঞ্জলির
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement